India’s GDP growth: দেশে আর্থিক উন্নতির গতি ঊর্ধ্বমুখী, প্রত্যাশ্যাকে ছাপিয়ে গেল তৃতীয় ত্রৈমাসিকের GDP

ভারতের মোট জিডিপি তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) ৮.৪ শতাংশ হারে দ্রুত বৃদ্ধি পেয়েছে।

ভারতের মোট জিডিপি তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) ৮.৪ শতাংশ হারে দ্রুত বৃদ্ধি পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India GDP

বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ভারতীয় অর্থনীতি এই অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর 2023) 8.4 শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে। (প্রতিনিধিত্বমূলক/ফাইল)

ভারতের মোট জিডিপি তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) ৮.৪ শতাংশ হারে দ্রুত বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)-এর প্রকাশিত তথ্য অনুসারে, এই গতি বিশ্লেষকদের অনুমানকে ছাড়িয়ে গিয়েছে। জিডিপিতে শক্তিশালী বৃদ্ধি ভারতীয় অর্থনীতির জন্য একটি ইতিবাচক লক্ষণ। এই ঝড়ো গতির পরে, ২০২৩-২০২৪ আর্থিক বছরের বৃদ্ধির অনুমানও পরিবর্তন করা হয়েছে। এগুলো আগের ৭ শতাংশের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। অর্থনীতিবিদরা অনুমান করেছিলেন যে তৃতীয় ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি ৬.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে। সেই অনুমানে ছাড়িয়ে গিয়েছে ভারতীয় অর্থনীতি।

Advertisment

অর্থনীতির ক্ষেত্র থেকে বিরাট সুখবর। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩ ) ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৪%। ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত বর্ধনশীল বলে দিন কয়েক আগেই জানিয়েছিল বিশ্বব্যাঙ্ক। এবার সেই ছবিই উঠে এল NSO রিপোর্টে। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই দেশের GDP-র হার ৮.৪ শতাংশ অতিক্রম করেছে। এই প্রবৃদ্ধির হার ‘ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা’কে তুলে ধরছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) দেশের GDP-র হার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। এবারে মূলত উৎপাদন, খনি ও খনন এবং নির্মাণ খাতের ভালো মানোন্নয়নের জন্যই অর্থনীতির এই প্রবৃদ্ধি ঘটেছে বলে NSO-র রিপোর্টে উল্লিখিত। সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৩-২৪) তৃতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.৪ শতাংশে। জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে মূলত উৎপাদন, খনি ও নির্মাণ খাতের ভালো পারফরম্যান্সের কারণে।

Advertisment

IMF অনুমান করেছে যে ভারতীয় অর্থনীতি চিন (৪.৬%), মার্কিন যুক্তরাষ্ট্র (২.১%), জাপান (০.৯%), ফ্রান্স (১%), ব্রিটেন (০.৬%) এবং জার্মানি (-০.৫%) এর মতো প্রধান অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছে ৮.৪ শতাংশ। আগের অর্থবছরের একই ত্রৈমাসিকে তা ছিল ৪ দশমিক ৩ শতাংশ।

GDP