Advertisment

জিডিপি-তে বড়সড় ধস, বৃদ্ধি কমল ২৩.৯ শতাংশ

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে।

author-image
IE Bangla Web Desk
New Update
gdp

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আশঙ্কাই সত্য়ি হল। দেশে জিডিপি-তে বড়সড় ধস নামল। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে। সোমবার স্ট্য়াটেস্টিক্স অ্য়ান্ড প্রোগ্রাম ইমপ্লিমিন্টেশন মন্ত্রকের তরফে এই পরিসংখ্য়ান প্রকাশ করা হয়েছে। গত অর্থবর্ষে এই সময় জিডিপির হার ছিল ৫.২ শতাংশ।।

Advertisment

মূলত করোনাভাইরাসের ধাক্কায় লকডাউন পরিস্থিতির জেরেই দেশে আর্থিক বৃদ্ধির হারের এমন করুণ দশা বলে মনে করা হচ্ছে। ব্লমুবার্গ এক সমীক্ষায় জানিয়েছিল, জুনের শেষ ত্রৈমাসিকে জিডিপি নামতে পারে ১৮ শতাংশ। চলতি মাসের শুরুতে এসবিআই-এর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, প্রথম ত্রৈমাসিকে জিডিপি নামতে পারে ১৬.৫ শতাংশে।

আরও পড়ুন: জিএসটি ঘাটতি: কেন্দ্র করোনাকে দায়ী করলেও ক্ষতিপূরণদানে গত এক বছর ধরেই স্থবিরতা

জিডিপির পতন নিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে আসরে নেমেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। একে 'অর্থনৈতিক ট্র্য়াজেডি' বলে কেন্দ্রকে বিঁধেছেন চিদাম্বরম। মোদী সরকারের উদাসীনতার জেরেই দেশকে অনেক দাম চোকাতে হবে বলে মন্তব্য় করেছেন তিনি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

business
Advertisment