চার মাসে রেকর্ড বেকারত্ব ভারতে

গত বছর অক্টোবরের পর থেকে এই প্রথম রেকর্ড ছুঁল ভারতের বেকারত্বের হার। গত মাস অর্থাৎ জানুয়ারিতে বেকারত্বের হার ছিল ৭.১৬ শতাংশ।

গত বছর অক্টোবরের পর থেকে এই প্রথম রেকর্ড ছুঁল ভারতের বেকারত্বের হার। গত মাস অর্থাৎ জানুয়ারিতে বেকারত্বের হার ছিল ৭.১৬ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্রমশ বাড়ছে দেশের বেকারত্বের হার। ফেব্রুয়ারি মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে ৭.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। সোমবার কেন্দ্র থেকেই প্রকাশিত হয়েছে এই তথ্য। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) থেকে প্রকাশিত এই তথ্য কিন্তু দেশের অর্থনীতির ক্রমহ্রাসমান গতির দিকেই সূচিত করছে।

Advertisment

গত বছর অক্টোবরের পর থেকে এই প্রথম রেকর্ড ছুঁল ভারতের বেকারত্বের হার। গত মাস অর্থাৎ জানুয়ারিতে বেকারত্বের হার ছিল ৭.১৬ শতাংশ।

আরও পড়ুন,  অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে দেশে জিডিপি ৪.৭ শতাংশ

Advertisment

এর আগেই জানা গিয়েছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার শেষ ছ'বছরের মধ্যে সবচেয়ে কমেছে ২০১৯ সালের শেষ তিন মাসে। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়াও  আন্তর্জাতিক অর্থনীতির বেশ কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের ওপরেও যে সেই প্রভাব পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।

গ্রামীণ ভারতে বেকারত্বের হার জানুয়ারিতে ছিল ৫.৯৭ শতাংশ। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৭ শতাংশ। শহরাঞ্চলে অবশ্য জানুয়ারির (৯.৭ শতাংশ) তুলনায় ফেব্রুয়ারির বেকারত্বের (৮.৬৫ শতাংশ) পরিমাণ কমেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন