এলাহাবাদ ব্যাঙ্কের পর আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার ঊর্ধমুখী হল শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। কেন্দ্রের কাছ থেকে ৪৩৬০ কোটি টাকা হাতে আসার পর থেকেই চড়চড় করে বাড়ল আইওবি (ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক) -এর শেয়ার।
বম্বে স্টক এক্সচেঞ্জে ১৪১২ শতাংশ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৩৭২ শতাংশ বাড়ল ওভারসিজ ব্যাঙ্কের শেয়ার।
আরও পড়ুন, দু’হাজার কোটির পুঁজি পেয়েই ঊর্ধ্বমুখী এলাহাবাদ ব্যাঙ্কের শেয়ার
শুক্রবার সকালে রাষ্ট্রায়ত্ত এলাহাবাদ ব্যাঙ্ক ঘোষণা করেছে ব্যাঙ্কিং ক্ষেত্রে ২১৫৩ কোটি টাকা আসতে চলেছে। ঘোষণার পর থেকেই শেয়ার চড়চড় করে বাড়তে শুরু করেছে এলাহাবাদ ব্যাঙ্কের শেয়ার। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) -এ ১০.৯৯ শতাংশ বেড়েছে এলাহাবাদ ব্যাঙ্কের শেয়ার।
এলাহাবাদ ব্যাঙ্কের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে ভারতের রাষ্ট্রপতি এই ব্যাঙ্কে ২০১৯-২০২০ অর্থবর্ষেই ২১৫৩ কোটি টাকা ঢালার অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন, মন্দার বাজারে প্রশ্নের মুখে ‘১৪ শতাংশ’ জিএসটি ক্ষতিপূরণের হার
শুক্রবার সকাল ১০ টা ৩৩ মিনিটে এক ধাক্কায় বাড়তে শুরু করে শেয়ারের দর। বৃহস্পতিবার দিনের শেষে শেয়ার বাজার থেমেছিল ৭.৮৯ শতাংশে। শুক্রবার সকালে একলাফে ১৯.১৫ শতাংশে পৌঁছয় তা।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগির ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক।
গত জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছিলেন, “দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ৭০ হাজার কোটি টাকা দেওয়ার পরিকল্পনা প্রস্তাবিত হয়েছে”।