/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Onion-Cover-Photo.jpg)
আশঙ্কা ছিলই। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছিলেন ৫ শতাংশের নীচে নামতে পারে আর্থিক বৃদ্ধির হার। শুক্রবার এনএসও (ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস) -এর তরফে প্রকাশিত হিসেব বলল, বিগত ২৬টি ত্রৈমাসিকের মধ্যে দেশের জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে কমে এই ত্রৈমাসিকে ৪.৫ শতাংশে এসে ঠেকেছে ।
এর আগে ২০১৩ সালের মার্চ মাসে জিডিপি বৃদ্ধির হার কমে ৪.৩ শতাংশে নেমেছিল। গত বছর এই সময়ে জাতীয় গড় উৎপাদনের হার ছিল ৬.৯ শতাংশ।
আরও পড়ুন, আরও নীচে নামতে পারে দেশের আর্থিক বৃদ্ধির হার
দেশের আর্থিক বৃদ্ধির হার বাড়াতে গত এক বছরে ৫ বার সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, “সামনের ডিসেম্বরেই আবার আরবিআই সুদের হার কমাতে পারে। তবে এই পদক্ষেপ কিন্তু অর্থনীতির তাৎক্ষণিক ছবিটা পাল্টাতে পারবে না”।
" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">
গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছিলেন, ভারত আর্থিক মন্দা পুরোপুরি কাটিয়ে উঠতে পারে কী না, সে সম্পর্কে এখনই মন্তব্য করার সময় আসেনি, বিভিন্ন সংস্থা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তা বাস্তবায়িত করতে সময় লাগবে”।
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে গিয়ে ৫ শতাংশে ঠেকেছিল।
গত বুধবার, দেশের ক্রমশ নিম্নমুখী আর্থিক বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিরমলা সীতারমণ রাজ্যসভায় বিরোধীদের অভিযোগের ভিত্তিতে বলেছিলেন, "দেশের আর্থিক বৃদ্ধির হার কমেছে কিন্তু অর্থনীতিতে মন্দা আসেনি কখনও"।
Read the full story in English