৫ শতাংশে নামল জিডিপি বৃদ্ধির হার

গত অর্থ বর্ষে, অর্থাৎ ২০১৮-১৯ এ আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ।

গত অর্থ বর্ষে, অর্থাৎ ২০১৮-১৯ এ আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাশিবিদ্যা এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক তথ্যে দুশ্চিন্তা গ্রাস করেছে আপামর দেশবাসীকে। চলতি অর্থবর্ষে (২০২০-২১)- এ রেকর্ড পড়তে পারে বার্ষিক গড় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার। আর্থিক বৃদ্ধির হার নেমে যেতে পারে ৫ শতাংশে।

Advertisment

গত অর্থ বর্ষে, অর্থাৎ ২০১৮-১৯ এ আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ।

স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল ৪.২ শতাংশ থেকে ৪.৭ শতাংশতে নেমে আসতে পারে দেশের আর্থিক বৃদ্ধির হার।

দেশের আর্থিক বৃদ্ধির হার বাড়াতে গত এক বছরে ৫ বার সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের মত, “অদূর ভবিষ্যতেই আবার আরবিআই সুদের হার কমাতে পারে। তবে এই পদক্ষেপ কিন্তু অর্থনীতির তাৎক্ষণিক ছবিটা পাল্টাতে পারবে না”।

Advertisment

আরও পড়ুন, রেকর্ড পতন! দেশের আর্থিক বৃদ্ধির হার ৬ বছরে সর্বনিম্ন

গত নভেম্বরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছিলেন, ভারত আর্থিক মন্দা পুরোপুরি  কাটিয়ে উঠতে পারে কী না, সে সম্পর্কে এখনই মন্তব্য করার সময় আসেনি, বিভিন্ন সংস্থা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তা বাস্তবায়িত করতে সময় লাগবে”।

এনএসও (ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস) -এর তরফে প্রকাশিত হিসেব বলল, বিগত ২৬টি ত্রৈমাসিকের মধ্যে দেশের জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে কমে এই ত্রৈমাসিকে ৪.৫ শতাংশে এসে ঠেকেছে ।

এর আগে ২০১৩ সালের মার্চ মাসে জিডিপি বৃদ্ধির হার কমে ৪.৩ শতাংশে নেমেছিল।

indian economy