বৃহত্তর মন্দার পথে ভারত, আইসিইউর পথে অর্থনীতি, বললেন প্রাক্তন উপদেষ্টা

"যে মন্দার মুখ দেখছে ভারত, তা কোনও সাধারণ মন্দা নয়। এটা হলো ভারতের অন্যতম বৃহৎ আকারের অর্থনৈতিক মন্দা।"

"যে মন্দার মুখ দেখছে ভারত, তা কোনও সাধারণ মন্দা নয়। এটা হলো ভারতের অন্যতম বৃহৎ আকারের অর্থনৈতিক মন্দা।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম

বড়সড় সঙ্কটের মুখে পড়তে চলেছে ভারত। অর্থনীতিতে 'টুইন ব্যালান্স শিট সঙ্কটে'র মধ্যে দিয়ে বৃহৎ আকারের মন্দা দেখতে চলেছে ভারত, এমন আশঙ্কার বাণী শোনালেন দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক এক আলোচনাসভায় বক্তৃতা রাখার সময় ভারতের অর্থনীতি নিয়ে চিন্তিত অরবিন্দ বলেন, "যে মন্দার মুখ দেখছে ভারত, তা কোনও সাধারণ মন্দা নয়। এটা হলো ভারতের অন্যতম বৃহৎ আকারের অর্থনৈতিক মন্দা। ভারতের অর্থনীতি এখন আইসিইউ-এর দিকে এগিয়ে যাচ্ছে।"

আরও পড়ুন: ছ’বছরে রেকর্ড খাদ্যস্ফীতি, ক্রমশ নিম্নমুখী শিল্পোৎপাদনের হারও

Advertisment

মন্দা প্রসঙ্গে 'টুইন ব্যালান্স শিট ক্রাইসিস' (টিবিএস)-এর কথাও বলেন এই অর্থনীতিবিদ। অরবিন্দের মতে, দ্বিতীয়বারের জন্য ভারত এই টুইন ব্যালান্স শিট ক্রাইসিসের সম্মুখীন। ২০০৪-২০১১ সালের মধ্যে প্রথমবার এই সঙ্কট দেখা গিয়েছিল। সেই সময় স্টিল, বিদ্যুৎ এবং বুনিয়াদি শিল্পগুলিকে দেওয়া ব্যাঙ্কের ঋণ পরিশোধ না হওয়ায় দেখা দেয় সঙ্কট। এবারও তারই পুনরাবৃত্তি হচ্ছে। বিমুদ্রাকরণের পর যথেষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কের হাতে এলে, সেই টাকা নন-ব্যাঙ্কিং ফিনান্স সেক্টরকে ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। সেই টাকা রিয়েল এস্টেটের বিভিন্ন খাতে বিনিয়োগ করে এইসব নন-ব্যাঙ্কিং সংস্থা। পরবর্তীতে সেই অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ৫ লক্ষ কোটি টাকায় পৌঁছয়, এমনটাই মত অরবিন্দের।

আরও পড়ুন: বেসরকারিকরণের পথে ভারতীয় রেল? সিদ্ধান্ত আগামী সপ্তাহে

অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেন, ভারত এখন একটি অমীমাংসিত টিবিএস সমস্যার সম্মুখীন। শুধু তাই নয়, পাশাপাশি নতুন টিবিএস-২ সঙ্কটেরও মুখোমুখি। অর্থনীতিকে আরও নিম্নগামী করে দিচ্ছে 'টুইন ব্যালান্স শিট ক্রাইসিস'। তিনি বলেন, "সুদের উচ্চ হার এবং অনাদায়ী ঋণ আদায়ের পরিমাণ কমায় অর্থনীতি এই মন্দার দিকে যাচ্ছে। পাশাপাশি কর্পোরেট সেক্টরের উপরে চাপ বাড়ছে, যা পরোক্ষভাবে আর্থিক ব্যবস্থাকেও চাপ দিচ্ছে।" ফলে আর্থিক খাতকে আরও বেশি সর্তক থাকার কথাও উল্লেখ করেন অরবিন্দ সুব্রহ্মণ্যম।

Read the full story in English

indian economy