Advertisment

IndusInd Bank Share: Google সার্চে টপ ট্রেন্ডিং IndusInd Bank, কারণ জানলে অবাক হবেন

IndusInd Bank Share Top Trending in Google: শুক্রবার সকালে IndusInd Bank-এর শেয়ার Google Search-এ টপ ট্রেন্ডিং। প্রায় ৫ হাজারের বেশি সার্চ হয়েছে এক ঘণ্টার ব্যবধানে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
IndusInd Bank: ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার Google সার্চে টপ ট্রেন্ডিং

IndusInd Bank Share: IndusInd Bank-এর শেয়ার Google Search-এ টপ ট্রেন্ডিং।

IndusInd Bank Share Today Top Trending in Google: শুক্রবার সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার Google সার্চে টপ ট্রেন্ডিং। trends.google অনুযায়ী, প্রায় ৫ হাজারের বেশি সার্চ হয়েছে তাও আবার শুক্রবার সকালে এক ঘণ্টার ব্যবধানে। সার্চে ভলিউমে প্রায় ১০০০ শতাংশের বেশি সার্চের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

Advertisment

শুক্রবার ব্যাঙ্কের শেয়ার ১৫ শতাংশ নেমেছে। ক্লোজিংয়ে শেয়ার প্রতি ১,০৮৯ টাকা। ত্রৈমাসিকে হতাশাজনক ভাবে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দামের পরিবর্তনের কারণে এটা হতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিক ১,৩২৫ কোটি টাকা লাভ দেখেছে সংস্থা। যা মার্কেট প্রত্যাশার থেকে অনেক কম। যেটা হওয়া উচিত ছিল ২,১৩৮ কোটি টাকা।

গত বছর দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্ক ২,১৮১.৪৭ কোটি টাকা মুনাফা করেছিল। ফিনান্সিয়াল এক্সপ্রেস অনুযায়ী, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের বছর প্রতি নেট মুনাফা ৪০ শতাংশ কমেছে। বর্তমান অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে ১,৩২৫ কোটি টাকা মুনাফা করেছে ব্যাঙ্ক। ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, ব্যাঙ্কের নেট মুনাফা হওয়া উচিত ছিল ২,২১৪ কোটি টাকা এই ত্রৈমাসিকে। 

আরও পড়ুন Google সার্চে টপ ট্রেন্ডিং Hyundai Motor India, কারণ জানলে অবাক হবেন!

Advertisment

সুদ আদান-প্রদানের ক্ষেত্রে নেট ইন্টারেস্ট ইনকামের ব্যবধান ৫ শতাংশ বেড়ে ৫,৩৪৭ কোটি টাকা হয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় অনেক বেশি, যা ছিল ৫,০৭৭ কোটি টাকা।

google business Google Search business-news Google Trends
Advertisment