সারা দেশ যখন জিডিপি বৃদ্ধির হার ২ শতাংশের নীচে নেমে যাওয়া নিয়ে চিন্তিত, ঠিক তখন কেন্দ্র সরকার প্রকাশ করল আরেক তথ্য। দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন বেড়েছে প্রায় ৪.৫ শতাংশ। দেশের শিল্পোৎপাদন সূচক ফেব্রুয়ারিতে থেকেছে ১৩০.২। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক।
২০১৯ এর নভেম্বরে শিল্পোৎপাদন সূচক ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮-এর নভেম্বরে ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল শিল্পোৎপাদন সূচক।
আরও পড়ুন, বিশ্বজুড়ে মন্দা, দেশের আর্থিক বৃদ্ধির হার নামতে পারে ১.৬ শতাংশে
২০১৮-১৯ অর্থবর্ষের ফেব্রুয়ারিতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ, বলছে সরকারি হিসেব। মূলত বিদ্যুৎ এবং খনি অঞ্চলের শিল্পোৎপাদনের ফলেই এই বৃদ্ধি বলে মনে করছে সরকার।
উৎপাদন ক্ষেত্রে ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ফেব্রুয়ারিতে সূচক ছুঁয়েছে ১৩৩.৫। খনি অঞ্চলের শিল্পোৎপাদন বেড়েছে ১০ শতাংশ। বিদ্যুৎ ক্ষেত্রে বৃদ্ধির হার ৮.১ শতাংশ।
২০১৯-এর শেষ মাসে দেশের গাড়ি বাজারে বিক্রি কমেছে ৮.৪ শতাংশ। ভারতীয় অর্থনীতির জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশের নীচে নেমে যাওয়ায় এই আশঙ্কা ছিলই। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।
read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন