scorecardresearch

আধার কার্ডের তথ্যেই মিলবে প্যান কার্ড, কীভাবে পাবেন সেই সুবিধা?

আয়কর বিভাগ টুইট করেছে যে তাৎক্ষণিক প্যানের জন্য আবেদন করার প্রক্রিয়াটি খুব সহজ। আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন।

আধার কার্ডের তথ্যেই মিলবে প্যান কার্ড, কীভাবে পাবেন সেই সুবিধা?

আধার তথ্যের ভিত্তিতে ই-কেওয়াইসি জমা দিলেই এবার তাৎক্ষণিক ভাবে মিলবে প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর)কার্ড। বৃহস্পতিবার এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আয়কর বিভাগ টুইট করেছে যে তাৎক্ষণিক প্যানের জন্য আবেদন করার প্রক্রিয়াটি খুব সহজ। আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন।

কী জানান হয়েছে আয়কর বিভাগের তরফে? কীভাবে প্যান কার্ডের আবেদন জানাবেন?

* প্রথমে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে।

* সেখানে নিজের আধার নম্বর দিতে হবে।

* এরপর আধার কার্ডে রেজিস্টার করা ফোন নম্বরে একটি ওটিপি যাবে।

* সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই ১৫ সংখ্যার একটি নম্বর জেনারেট হবে।

* এরপরই এ-প্যান কার্ড ডাউনলোড করা যাবে।

*রেজিস্টার্ড মেইল আইডিতে সেই ই-প্যান পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত এই সুবিধার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় ঘোষণা করেছিলেন। এই পরিষেবা তাঁরাই পাবে যাদের আধার কার্ড আছে এবং সেই আধার কার্ডে ফোন নাম্বার রেজিস্টার করা আছে। সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা দেওয়া হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Instant pan online throught aadhaar finance minister nirmala sitharaman today formally launched the facility