এয়ার ইন্ডিয়া দ্রুত বিক্রি করতে এবার উঠেপড়ে লাগল মোদী সরকার। এয়ার ইন্ডিয়া বেচতে আবারও শর্ত বদল করল কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া কিনতে কতটা দেনার দায় নেবে, সেটা নিজেরাই ঠিক করতে পারবে ক্রেতা সংস্থা। ক্রেতা যে দামে এয়ার ইন্ডিয়া কিনবেন, তার ন্য়ূনতম ১৫ শতাংশ সরকারকে নগদে দিতে হবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
এ প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘‘এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেটিভ মেকানিজমের সাম্প্রতিক বৈঠকে বিশদে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশাবলী প্রসঙ্গে প্রশ্ন থাকলে তা ৫ নভেম্বরের মধ্য়ে করতে হবে’’।
আরও পড়ুন: ঋণের কিস্তি স্থগিতের সময়সীমা বৃদ্ধি অসম্ভব, সুপ্রিম কোর্টকে জানাল আরবিআই
মন্ত্রী আরও জানিয়েছেন, ১২ নভেম্বরের মধ্য়ে সব প্রশ্নের জবাব দেওয়া হবে। এরপর ৩০ দিনের মধ্য়ে ইচ্ছাপত্র জমা দিতে হবে সম্ভাব্য় ক্রেতাকে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ইচ্ছাপত্র নেওয়া হবে। গোটা প্রক্রিয়া আগামী ২৮ ডিসেম্বরের মধ্য়ে শেষ করা হবে বলে আশাপ্রকাশ করেছেন হরদীপ সিং পুরী।
উল্লেখ্য়, ২০১৭ সালে এয়ার ইন্ডিয়া বিক্রির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সে সময় জানানো হয়, এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ বিক্রি করা হবে। অর্থাৎ বাকি অংশটি থাকবে সরকারের নিয়ন্ত্রণে। এমন সিদ্ধান্তের ফলে বিভ্রান্তি ছড়ায়। সেকারণে ক্রেতা মেলেনি। গত ২৭ জানুয়ারি শর্ত পাল্টে বলা হয় যে, এয়ার ইন্ডিয়া ও তার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশই বিক্রি করা হবে। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়া-স্য়াটসের ৫০ শতাংশ শেয়ারও বিক্রি করা হবে। এজন্য় ১৭ মার্চ ডেডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে বহুবার সেই সময়সীমা বাড়ানো হয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন