/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/lic.jpg)
চলতি অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ১৪ হাজার কোটি টাকার লাভ করল রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি। এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি আর্থিক সম্পত্তি থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা এটিই। মোট সম্পদের পরিমাণ ৩১ লক্ষ কোটি।
ইতিমধ্যে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিনিয়োগ করেছে এলআইসি। এই আর্থিক বছরেই সবচেয়ে বেশি লাভ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্পত্তির পরিমাণ ৯.৪ শতাংশ বেড়েছে। প্রাথমিক ভাবে ৫ কোটি টাকার মূলধন নিয়ে ১৯৫৬ সালে পথ চলা শুরু করে এলআইসি। ২০১৯-২০ অর্থ বর্ষে এলআইসি-র সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ৬৯২ কোটি টাকা।
আরও পড়ুন, রেকর্ড পতন! দেশের আর্থিক বৃদ্ধির হার ৬ বছরে সর্বনিম্ন
আগামী বছর ৩১ জানুয়ারি থেকে বেশ কিছু জনপ্রিয় বিমা প্রকল্প বাতিল করতে চলেছে দেশের সর্ব বৃহৎ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)। প্রথমে সময়সীমা ৩০ নভেম্বর থাকলেও পরে তা ২ মাস বাড়ানো হয়েছে।
আরও পড়ুন, এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ কিনবেন কী ভাবে?
আগামী এক মাসের মধ্যে বাতিল হতে চলা বিমা প্রকল্পগুলির মধ্যে রয়েছে জনপ্রিয় জীবন আনন্দ, জীবন উমং, জীবন লক্ষ্য, জীবন লাভ সহ মোট সাত থেকে আটটি প্রকল্প রয়েছে। সংস্থার চেয়ারম্যান এমআর কুমার জানিয়েছেন, “আমরা কিছু বিমা প্রকল্প তুলে নিচ্ছি, সামান্য কিছু সংশোধন আনা হবে, তারপর আগামী মাসে নতুন করে চালু করা হবে বেশ কিছু প্রকল্প”।