LPG Price Cut: ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কমল দেশজুড়ে লকডাউনের মাঝেই। দেশের তেল সংস্থাগুলি (HPCL,BPCL, IOC) ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে ৷ ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, চারটি শহরে কার্যকর করা হয়েছে নয়া দাম। আসুন জেনে নিন।
দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা ৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়ে ৫৮১.৫০ টাকা ৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা হয়ে গিয়েছে ৷
মে মাসের শুরুতেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম হয়েছে ৭৭৪.৫০ টাকা। আগে এর দাম ছিল ৮৩৯.৫০ টাকা। এবং দিল্লিতে সিলিন্ডারপিছু দাম ৭৪৪ টাকা হয়েছে। আগে এর দাম ছিল ৮০৫.৫০ টাকা।
মুম্বইতে সিলিন্ডারপিছু দাম ৭১৪.৫০ টাকা। আগে এর দাম ছিল ৭৭৬.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম ৭৬১.৫০ টাকা। আগে এর দাম ছিল ৮২৬ টাকা।
Read the full story in English