Advertisment

উৎসবের মরশুমে ফের বাড়ল গ্যাসের দাম, এখন সিলিন্ডারে কত খরচ হবে?

গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Oil companies reduce price of 19 kg commercial and 5 kg FTL cylinders

LPG Price Cut: ফের কমল গ্যাসের দাম।

উৎসবের মরশুমে ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। কালীপুজো-দীপাবলির আগে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম একলাফে ১০৩.৫০ টাকা বাড়ল। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১ হাজার ৯৪৩ টাকা। গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

Advertisment

এর আগে অক্টোবর মাসের ১ তারিখ দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডারপিছু তখন দাম ছিল ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও অপরিবর্তিত রান্নার গ্য়াসের দাম।

এক মাসের মধ্যে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। নতুন দাম হয়েছে ১,৮৩৩ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ১,৮৩৯.৫০ টাকার পরিবর্তে ১,৯৪৩ টাকায় পাওয়া যাচ্ছে এখন। মুম্বইতে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৮৫ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে নয়া দাম ১,৯৯৯ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুন একলাফে দ্বিগুণ হল দাম, পেঁয়াজের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্ত বাঙালির

সেপ্টেম্বর মাসেই ১৫৭ টাকা দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। তবে দিন কয়েক যেতে না যেতেই ফের অক্টোবরে এক দফায় দাম বাড়ে রান্নার গ্যাসের। আবার নভেম্বরের শুরুতে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। নতুন দরগুলি বুধবার ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে৷ এই বৃদ্ধির পরে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৯৪৩ টাকা।

Commercial LPG LPG Price Hike
Advertisment