কয়েক ঘণ্টার বিভ্রাটে বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গেল Facebook, WhatsApp এবং Instagram। বিশ্বের কোটি কোটি ইউজার কার্যত দীর্ঘ ৬ ঘণ্টা দিশাহারা অবস্থার সম্মুখীন হলেন। সোমবার গভীর রাতে ফের সচল হল তিনটি সোশ্যাল মিডিয়া। বিভ্রাটের কারণে ইউজারদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। কিন্তু তাতেও বিরাট লোকসান এড়ানো গেল না।
ছয় ঘণ্টার বিভ্রাটের খেসারত ৬০০ কোটি মার্কিন ডলার দিয়ে দিলেন জুকারবার্গ। যা সাম্প্রতিক কালে রেকর্ড লোকসান। বিশ্বের তাবড় ধনী ব্যক্তিদের তালিকাতেও নিচে নামলেন ফেসবুকের কর্ণধার। বিপুল পরিমাণ লোকসানের জেরে জুকারবার্গের সম্পত্তি কমে এসে দাঁড়াল ১২ কোটি ডলারের একটু বেশিতে। ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচকের তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে এখন পঞ্চম স্থানে জুকারবার্গ।
গত ১৩ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়েছিল, বেশ কিছু অভ্যন্তরীণ নিথ থেকে ফেসবুক জানতে পেরেছে তাদের প্রোডাক্টে সমস্যা বিস্তর। সেখানে দেখানো হয়, কী ভাবে ইনস্টাগ্রামে প্রচারিত অপতথ্য কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। পাশাপাশি তুলে দেওয়া হয় কী ভাবে দিল্লির দাঙ্গা-সহ বহু ঘটনায় অপদার্থের চাষ হয়েছে এই ফেসবুকেই। ক্ষতটা শুকানোর আগে সোমবারই ফেসবুকের বিরুদ্ধে মুখ খুললেন সংস্থার এক কর্মী।
আরও পড়ুন বিভ্রাটের কারণ হিসাবে ‘কনফিগারেশনের পরিবর্তনকেই’ দায়ী করল Facebook
প্রত্যুত্তরে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল অ্যাফেয়ার নিক ক্লেগ বলেন, “আমরা বেশ কয়েকটি দুরূহ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এর মধ্যে শুধুই পণ্যগত সমস্যা নয়, এমনকি রাজনৈতিক মেরুকরণের সমস্যাও রয়েছে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন