/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/mobile-ph-759.jpg)
প্রতীকী ছবি।
মোবাইল ফোনের দাম বাড়ছে। মোবাইল ফোনের উপর জিএসটি (পণ্য পরিষেবা কর) ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করল জিএসটি কাউন্সিল। আগামী ১ এপ্রিল থেকে এই নয়া হার কার্যকর করা হবে। শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি বাড়ানোর ফলে মোবাইল ফোনের দাম বাড়বে। এতে সাধারণের হয়রানি বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: ইয়েস সংকট কাটাতে ১০০০ কোটি বিনিয়োগ করবে আইসিআইসিআই
Finance Minister Nirmala Sitharaman: It was decided to raise the GST rate on mobile phones and specific parts, presently attracting 12% GST, to be taxed at 18%. pic.twitter.com/RnSoRN9sKl
— ANI (@ANI) March 14, 2020
শনিবার দিল্লিতে ৩৯ তম জিএসটি কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকেই মোবাইল ফোনের উপর পণ্য পরিষেবা কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#WATCH live from Delhi: Finance Minister Nirmala Sitharaman holds a press conference https://t.co/MSS529WNBG
— ANI (@ANI) March 14, 2020
আরও পড়ুন: গভীর হচ্ছে করোনা ক্ষত, শেয়ার বাজারে রেকর্ড পতন
অন্যদিকে, এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমানের রক্ষণাবেক্ষণ মেরামতির পরিষেবায় জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন