scorecardresearch

ভারত-সিঙ্গাপুরের মধ্যে ডিজিটাল লেনদেন আরও সহজলভ্য, উচ্ছ্বসিত মোদী

ডিজিটাল ইন্ডিয়ার পথে একধাপ।

MODI

ভারতের রিয়েল-টাইম রিটেল পেমেন্ট সিস্টেম ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) সিঙ্গাপুরে তার সমতুল্য নেটওয়ার্কের সাথে যুক্ত হল। এর ফলে দ্রুত অর্থ পাঠানো যাবে। এই ব্যাপারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ও সিঙ্গাপুরের মনিটারি অথরিটির (এমএএস) ম্যানেজিং ডিরেক্টর রবি মেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং-এর উপস্থিতিতে এই সংযুক্তি চালু করেছেন।

মোদী এবং লি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে UPI এবং PayNow-এর মধ্যে আন্তঃসীমান্ত সংযোগের সূচনা প্রত্যক্ষ করেছেন। ভারত এবং সিঙ্গাপুরের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, UPI-PayNow-এর সংযোগ চালু করার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এটি দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।

ভারত ও সিঙ্গাপুরের জনগণকে অভিনন্দন জানানোর সময় মোদী বলেন, ‘ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং PayNow-এর সংযোগ ভারত-সিঙ্গাপুর সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক এবং এই চালু হওয়া দুই দেশের নাগরিকদের জন্য একটি উপহার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের যুগে, প্রযুক্তি আমাদের বিভিন্ন উপায়ে সংযুক্ত করে। ফিনটেক একটি সেক্টর যা মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে। সাধারণত, এটি একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু, আজকে সীমান্তের এপার-ওপারের মধ্যে ফিনটেক সংযোগ এক নতুন অধ্যায়ের সূচনা করল।’

প্রধানমন্ত্রী মোদীর আশা, এই দুই দেশের ব্যবস্থার সংযোগ ভারতের প্রবাসী, পেশাদার, ছাত্র এবং তাঁদের পরিবারকে উপকৃত করবে। কারণ, ইউপিআই হল ভারতে সবচেয়ে পছন্দের পেমেন্ট ব্যবস্থা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক বিশেষজ্ঞই মনে করেন যে ডিজিটাল ওয়ালেট লেনদেন শীঘ্রই নগদ লেনদেনকে ছাড়িয়ে যাবে। ২০২২ সালে ইউপিআইয়ের মাধ্যমে প্রায় ৭৪ বিলিয়ন লেনদেন করা হয়েছিল ডিজিটাল লেনদেনের মাধ্যমে। যার পরিমাণ ১২৬ ট্রিলিয়ন টাকারও বেশি। যার প্রায় ২ ট্রিলিয়ন সিঙ্গাপুর ডলার।’

আরও পড়ুন- কেন ছত্তিশগড়ের কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইডি?

ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (ভিপিএ) ব্যবহার করে ইউপিআই গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টা পেমেন্টে সহায়তা করবে। আর, PayNow সিঙ্গাপুরের ব্যাংক এবং নন-ব্যাংকিং ফিনান্সিয়াল সংস্থার (NFIs) মাধ্যমে পিয়ার-টু-পিয়ার ফান্ড ট্রান্সফার পরিষেবায় সক্ষম।

ভারত ও সিঙ্গাপুরের মধ্যে খুচরা পেমেন্টগুলোকে আরও স্বচ্ছ এবং অভ্যন্তরীণ লেনদেনের চেয়ে কম ব্যয়বহুল করার জন্যই সিঙ্গাপুরের PayNow-এর সঙ্গে ইউপিআই-কে সংযুক্ত করার পরিকল্পনাটি। এই পরিকল্পনা ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলছে বলেই অর্থমন্ত্রক সূত্রে খবর।

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Modi and lee witnessed the launch of cross border connectivity