কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশভোগীদের দের জন্য সুখবর। বিপুল পরিমান মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধিতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্থির হয়েছে যে এবার ১৭ থেকে ২৮ শতাংশ হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দের মহার্ঘ ভাতা। অর্থাৎ বেসিক বেতনের উপর আগে ১৭ শতাংশ হারে ডিএ দেওয়া হত। এবার তা ২৮ শতাংশ হারে হবে। এখন শুধু সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা।
করোনা আবহে গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল ৪ শতাংশ। যা কার্যকারী হয়েছে ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে। গত বছর ১লা জানুয়ারি ডিএ বাড়ার কথা ছিল ৪ শতাংশ। গত বছর জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছিল। সবমিলিয়ে ২৮ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশভোগীদের মহার্ঘভাতা বাড়ছে। তবে কবে থেকে ডিএ পাবেন তা এখনও ঘো,ণা করা হয়নি। সূত্রের খবর, সপ্তম পে-কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে নয়া হারে ডিএ মিলতে পারে।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের ভিত্তিতে মহার্ঘভাতা নির্ধারিত হয়ে থাকে। দেশজুড়েই এই মুহূর্তে মুদ্রাস্ফীতি চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ যাতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের গায়ে না লাগে, সেই কারণেই ডিএ বৃদ্ধির ঘোষণা বলে মনে করা হচ্ছে।
ডিএ বৃদ্ধির ফলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬০ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন