Advertisment

সুইস ব্য়াঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ কমল

সুইস ন্য়াশনাল ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, সুইস ব্য়াঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ আরও কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
business news, সুইস ব্য়াঙ্ক, সুইস ব্য়াঙ্ক ভারত

প্রতীকী ছবি।

সুইস ব্য়াঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ কমল। ২০১৯ সালের শেষে দেখা গিয়েছে, সুইস ব্য়াঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ কমেছে প্রায় ৬ শতাংশ। এর জেরে সুইস ব্য়াঙ্কে টাকা জমা রাখার তালিকায় ৭৭ তম স্থানে নামল ভারত। গত বছর ৭৪ তম স্থানে ছিল ভারত। সুইৎজারল্য়ান্ডের সেন্ট্রাল ব্য়াঙ্কের তথ্য় অনুযায়ী, তালিকার শীর্ষ স্থানে রয়েছে ব্রিটেন।

Advertisment

সুইস ন্য়াশনাল ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, সুইস ব্য়াঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ আরও কমেছে। সেন্ট্রাল ব্য়াঙ্কের তথ্য় অনুযায়ী ২০১৯ সালে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ কমেছে ৫.৮ শতাংশ। গত বছর সুইস ব্য়াঙ্কে জমা পড়েছিল ৮৯৯ সুইস ফ্র্য়াঙ্ক, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬ হাজার ৬২৫ কোটি টাকা।

আরও পড়ুন: আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা বাড়ল, প্য়ান-আধার সংযুক্তিকরণের সময়ও বাড়ল

এর আগে, ২০১৫ সালে সুইস ব্য়াঙ্কে টাকা জমা রাখার পরিমাণের নিরিখে ভারত ৭৫ তম স্থানে ছিল। তার আগের বছর তালিকায় ৬১ তম স্থানে উঠে এসেছিল ভারত। ২০০৪ সালে তালিকায় ৩৭ তম স্থানে উঠে এসেছিল ভারত। উল্লেখ্য়, সুইস ব্য়াঙ্কে কালো টাকা রাখার অভিযোগ বারবার উঠেছে ভারতে।

জানা যাচ্ছে, ২০১৯ সালের শেষে সুইস ব্য়াঙ্কে টাকা জমা রাখার নিরিখে শীর্ষে রয়েছে ব্রিটেন, তারপর রয়েছে আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, ফ্রান্স, হংকং।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

business
Advertisment