Advertisment

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিরা কোথায় বাস করে জানেন?

মহারাষ্ট্রের মুম্বই, থানে, নাশিক, নাগপুর ও পুনে, এই পাঁচটি জেলা মিলিয়ে ২৭১ জন ব্যক্তি বসবাস করেন, যাঁদের যৌথ সম্পত্তির পরিমাণ প্রায় ২১.১৪ লক্ষ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ধনীদের শহর মুম্বই

দেশের সবচেয়ে ধনী মানুষদের বাস মহারাষ্ট্রে। ২০১৮ সালের বার্কলেস হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই তালিকায় সবচেয়ে ধনীর তকমা তাঁদের গায়েই লেগেছে, যাঁরা মাথা পিছু প্রায় ১,০০০ কোটি টাকা সম্পদের অধিকারী।

Advertisment

মহারাষ্ট্রের মুম্বই, থানে, নাশিক, নাগপুর ও পুনে, এই পাঁচটি জেলা মিলিয়ে ২৭১ জন ব্যক্তি বসবাস করেন, যাঁদের যৌথ সম্পত্তির পরিমাণ প্রায় ২১.১৪ লক্ষ কোটি টাকা। এটাই ভারতের সমস্ত ধনী ব্যক্তিদের সম্পদের ৪২.৭ শতাংশ। সামগ্রিকভাবে ভারতে মোট ৮৩১ জন ধনী রয়েছেন, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৪৯.৪৭ লক্ষ কোটি টাকা। এবছরে ভারতের শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, যাঁর মোট সম্পত্তি প্রায় ৩.৭ লক্ষ কোটি টাকার। আম্বানি সহ ভারতের দশজন সবচেয়ে ধনী ব্যক্তির পাঁচজনই থাকেন মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রর পরেই রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন অফ দিল্লী বা দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল (নিউ দিল্লি, নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদ)। যেখানে ১৭৬ জন কোটিপতির বাস। এদের যৌথ সম্পত্তির পরিমাণ প্রায় ৭ লক্ষ কোটি টাকা। বেঙ্গলুরু ও হুবাল্লীর দৌলতে কর্ণাটক রয়েছে তৃতীয় স্থানে, যেখানে ৭১ জনের মোট সম্পত্তির গড় হিসাব হাজার কোটি টাকা, এবং সম্মিলিত অর্থের পরিমাণ ৩.৪৮ লক্ষ কোটি টাকা, যা একা মুকেশ আম্বানির চেয়েও কম।

গুজরাটে (আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা ও সুরাট) রয়েছেন ৬০ জন ধনী ব্যক্তি, যাঁদের সম্পদের মূল্য ২.৫৭ লক্ষ কোটি টাকা। অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানা মিলিয়ে হায়দরাবাদ, সিকান্দারাবাদ, কাকিনাড়া, রঙ্গারেড্ডি, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম ও তিরুপতি জেলায় রয়েছেন ৫৫ জন কোটিপতি, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১.৬৬ লক্ষ কোটি টাকা।

এই পাঁচটি রাজ্যে বাস করেন ভারতের ৭৬ শতাংশ সবচেয়ে অর্থবান মানুষ, যাঁদের হাতে পুঞ্জীভূত দেশের ৭৩ শতাংশ অর্থ। মহারাষ্ট্রের শীর্ষস্থানের পিছনে অবশ্যই রয়েছে রাতজাগা শহর মুম্বই। শুধুমাত্র এই শহরেই রয়েছেন ২৩৩ জন 'হাজার কোটির' মালিক, যাঁদের মোট সম্পত্তির মূল্য ১৮.৭৫ লক্ষ কোটি টাকা। সে রাজ্যে মুম্বইয়ের পরেই রয়েছে পুণে, যেখানে বাস করেন ২৫ জন কোটিপতি, যাঁদের হাতে রয়েছে ১.৯৩ লক্ষ কোটি টাকার সম্পত্তি।

mumbai
Advertisment