Advertisment

নতুন করে ক্ষুদ্র-অতিক্ষুদ্র-মাঝারি শিল্পের সংজ্ঞা ঠিক করবে কেন্দ্র

কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে তিন ধরণের শিল্পের শ্রেণিবিন্যাস করলে দেশের আন্তর্জাতিক রফতানির পরিমাণও বাড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী জুলাই মাসের মধ্যেই নতুন করে ক্ষুদ্র- অতিক্ষুদ্র-মাঝারি শিল্পের সংজ্ঞা ঠিক করবে কেন্দ্র। ৬ কোটি এমএসএমই-র সংজ্ঞা নতুন করে যাচাই করা হবে।

Advertisment

নতুন সরকারি নিয়ম অনুযায়ী, বার্ষিক ৫০ কোটি টাকা বিনিয়োগ করে ২৫০ কোটি টাকা লাভ হলে সেই শিল্পকে মাঝারি শিল্পভুক্ত করা হবে। ১ কোটি টাকা বার্ষিক বিনিয়োগ করে ৫ কোটি লাভ করতে পারলে সেই শিল্পকে অতিক্ষুদ্র শিল্পের আওতায় ফেলা হবে। ১০ কোটি টাকা বিনিয়োগ করে ৫০ কোটি লাভ হলে তা পড়বে ক্ষুদ্র শিল্পের আওতায়।

কেন্দ্র থেকে জানানো হয়েছে ক্ষুদ্র-অতিক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে তিন ধরণের শিল্পের শ্রেণিবিন্যাস করলে দেশের আন্তর্জাতিক রফতানির পরিমাণও বাড়বে। বর্তমানে তিন ধরনের শিল্পের আওতায় কোন কোন শিল্প পড়বে, তা নির্ণয় করা হয় এমএসএমই আইন, ২০০৬ দ্বারা।

দেশের জিডিপি-র ২৯ শতাংশ আসে এই এমএসএমই থেকেই।

economy
Advertisment