Advertisment

এক বছরে ১৮০০ কোটি! মহাদেশের শ্রেষ্ঠ বিত্তবান মুকেশ আম্বানি

আলিবাবা গোষ্ঠীর মালিক জ্যাক মা-এর সম্পত্তি বেড়েছে ১১৩০ কোটি মার্কিন ডলার। জেফ বেজোজের সম্পত্তির পরিমাণ ১৩২০ কোটি মার্কিন ডলার কমেছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী হিসেবে উঠে এল মুকেশ আম্বানির নাম। রিলায়েন্স গোষ্ঠীর মালিকের সম্পত্তির পরিমাণ এ বছর ৬১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ব্লুমবার্গ এশিয়ার কোটিপতি ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছে, তার শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি।

Advertisment

আলিবাবা গোষ্ঠীর মালিক জ্যাক মা-এর সম্পত্তি বেড়েছে ১১৩০ কোটি মার্কিন ডলার। জেফ বেজোজের সম্পত্তির পরিমাণ ১৩২০ কোটি মার্কিন ডলার কমেছে। ২০১৯ এ মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে ১৮০০ কোটি মার্কিন ডলার।

এ বছর মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাজট্রিজ-এর শেয়ার ৪০ শতাংশ বাড়ার ফলেই রাতারাতি সম্পত্তির পরিমাণ এতটা বেড়েছে।

আম্বানি প্রসঙ্গে টিসিজি অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার চক্রী লোকপ্রিয় বললেন, "শুধু তেল শিল্পেই নয়, মুকেশ আম্বানি টেলিকমিউনিকেশন এবং রিটেইলেও বিপ্লব এনেছেন"।

আরও পড়ুন,  ৫ শতাংশের নীচে নামতে পারে দেশের আর্থিক বৃদ্ধির হার

গত বছরের তুলনায় রিলায়েন্সের এ বছরের ব্যবসার হার বেড়েছে ৪০ শতাংশ, বিপি সংস্থার ব্যবসা বেড়েছে ১.২ শতাংশ। তেল সংস্থাগুলো অপরিশোধিত তেলের দামের ওঠাপরার জন্য চরম অনিশ্চয়তায় ভুগছে।

তেল ছাড়াও, টেলিকম পরিষেবা এবং খুচরো ব্যবসায় আম্বানি সাফল্যের মুখ দেখেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল গ্রাহকের দেশে টেলিকম পরিষেবা ক্ষেত্রে মুকেশ আম্বানির সংস্থা বিনিয়োগও করেছে বিপুল পরিমাণে।

Mukesh Ambani
Advertisment