বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে মুকেশ, পিছনে ফেললেন ইউরোপের ধনকুবেরকে

ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্স জানাচ্ছে এই লড়াইয়ে ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে এই স্থান দখল করেছেন ধীরুভাই আম্বানি-পুত্র।

ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্স জানাচ্ছে এই লড়াইয়ে ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে এই স্থান দখল করেছেন ধীরুভাই আম্বানি-পুত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা-লকডাউন কোনও বিপর্যয়ই লক্ষ্মীলাভ থেকে আটকাতে পারেনি মুকেশ আম্বানিকে। অর্থনীতির কঠিন ময়দানেও একের পর এক বিদেশি বিনিয়োগের জেরে মোট সম্পত্তির উপর ভর করেই বিশ্বের সেরা ১০ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি। ৮০০ কোটি ৬০ লক্ষ ডলার মুকেশের মোট সম্পত্তির পরিমাণ।

Advertisment

ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্স জানাচ্ছে এই লড়াইয়ে ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে এই স্থান দখল করেছেন ধীরুভাই আম্বানি-পুত্র। ফ্রান্স-সহ গোটা বিশ্বের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁইটোর কর্ণধার বার্নার্ড।

সম্প্রতি করোনার জেরে যার ব্যবসায় ভাঁটা দেখা দিয়েছে। তবে শুধু বার্নার্ডকেই নয়। সেরার সেরা তালিকায় নিজের নাম তুলতে একাধিক টাইকুনকে পিছনে লক্ষ্মীলাভে পিছনে ফেলেছেন মুকেশ আম্বানি। এখন সেরার সেরায় তাঁর সামনে রয়েছেন জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ।

Advertisment

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি উৎপাদক সংস্থা হিসেবে নয়া নজির গড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই লক্ষ্মীলাভের ফলে রিয়ায়েন্সের শেয়ার বেড়েছে ৪.৩ শতাংশ। যার বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ বিলিয়ন ডলার। চলতি বছরে রিলায়েন্সের শেয়ার লাফিয়ে বেড়েছে ৪৬ শতাংশ। আম্বানির ঘরে লাভের অঙ্ক দাঁড়িয়েছে ২২.৩ বিলিয়ন ডলার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mukesh Ambani Reliance