Advertisment

৪% সম্পদ বাড়িয়ে ফোর্বস তালিকায় দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি

এই ১০০ জনের সমষ্টিগত সম্পত্তির পরিমাণ ৭৭৫ বিলিয়ন ডলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Mukesh Ambani: দেশের ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। ৪% সম্পদ বাড়িয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ৯২.৭ বিলিয়ন ডলার। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত তালিকায় এই উল্লেখ। গত ১৪ বছর ধরে ফোবর্স তালিকায় ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তারপরেই রয়েছেন গৌতম আদানি এবং এইচসিএল কর্ণধার শিব নাদার। ভারতের ১০০তম ধনীর তালিকা এদিন প্রকাশ করেছে ফোর্বস।

Advertisment

জানা গিয়েছে এই ১০০ জনের সমষ্টিগত সম্পত্তির পরিমান ৭৭৫ বিলিয়ন ডলার। প্রত্যেকেই করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন ৫০% বাড়িয়েছে মোট সম্পত্তি। এই তালিকার পঞ্চম স্থানে আছেন আদর পুনাওয়ালা।

একনজরে দেখে নিন ভারতের প্রথম দশ ধনী ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা-

মুকেশ আম্বানি (৯২.৭ বিলিয়ন মার্কিন ডলার)

গৌতম আদানি (৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার)

শিব নাদার (৩১ বিলিয়ন মার্কিন ডলার)

রাধাকিষণ দামানি (২৯.৪ বিলিয়ন মার্কিন ডলার)

সাইরাস পুনাওয়ালা (১৯ বিলিয়ন মার্কিন ডলার)

লক্ষ্মী মিত্তল (১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার)

সাবিত্রী জিন্দাল (১৮ বিলিয়ন মার্কিন ডলার)

উদয় কোটাক (১৬.৫ বিলিয়ন মার্কিন ডলার)

পালোনজি মিস্ত্রি (১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার)

কুমাল বিড়লা (১৫.৮ বিলিয়ন মার্কিন ডলার)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Richest person Forbes List Mukesh Ambani
Advertisment