Advertisment

ইস্তফা মুকেশ আম্বানির, বিরাট দায়িত্বে পুত্র আকাশ

এই পদক্ষেপ ৬৫ বছর বয়সী ধনকুবের মুকেশ আম্বানির উত্তরাধিকার পরিকল্পনা হিসাবে বিবেচিত হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mukesh ambani resigns from reliance jio akash made chairman

রিলায়েন্স জিও-র প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান।

সময়ের গতি মেনেই রিলায়েন্স গোষ্ঠীতে পালাবদল। রিলায়েন্স টেলিকম শাখা রিলায়েন্স জিওর বোর্ড থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি। মুকেশের ছেড়ে যাওয়ার পদে বসলেন তাঁরই বড় ছেলে আকাশ আম্বানি।

Advertisment

এই বদল ৬৫ বছর বয়সী ধনকুবের মুকেশ আম্বানির উত্তরাধিকার পরিকল্পনা হিসাবে বিবেচিত হচ্ছে।

সোমবার রিলায়েন্স বোর্ডের বৈঠক ছিল। স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে, রিলায়েন্স জিও ইনফোকমের পক্ষ থেকে বলা হয়েছে যে, ২৭ জুন রিলায়েন্স জিও-র ২৭ জুন একটি বৈঠকে সংস্থার নন এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যান করা হয়েছে আকাশ এম আম্বানিকে। ওই দিনই বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুকেশ আম্বানি।

অন্যান্য নিয়োগের মধ্যে, পঙ্কজ মোহন পাওয়ারকে ২৭ জুন থেকে পাঁচ বছরের জন্য কোম্পানির ম্য়ানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে।

রামিন্দর সিং গুজরাল এবং কেভি চৌধুরীকে ডিরেক্টর (ইনডিপেনডেন্ট) পদে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স জিও।

মুকেশ পুত্র আকাশ আম্বানি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। ২০২০ থেকে জিও-র সঙ্গে বিভিন্ন সংস্থার গাঁটছড়া হয়। ব্যবসা সম্প্রসারণ ও রিটেল ব্যবসায় সমন্বয়ের ব্যাপারে আকাশ বিগত কয়েক বছর ধরেই উদ্যোগী। জিও-র ফোর-জির ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে আকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

reliance jio Mukesh Ambani business
Advertisment