একের পর এক লক্ষ্মীলাভ হয়েই চলেছে মুকেশ আম্বানির ঘরে। এক্সন মোবিল কর্পোরেশনকে টেক্কা দিয়ে সৌদি আরামকোর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি উৎপাদক সংস্থা হিসেবে নয়া নজির গড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এই লক্ষ্মীলাভের ফলে রিয়ায়েন্সের শেয়ার বেড়েছে ৪.৩ শতাংশ। যার বাজারমূল্য় বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ বিলিয়ন ডলার। এদিকে, এক্সন মোবিল খুইয়েছে ১ বিলিয়ন ডলার। অন্য়দিকে, বিশ্বের বৃহত্তম সংস্থা আরামকোর মোট সম্পত্তির পরিমাণ ১.৭৫ ট্রিলিয়ন ডলার।
আরও পড়ুন: ‘দেউলিয়া আইন নিয়েই কেন্দ্রের সঙ্গে সংঘাত বেধেছিল’, চাঞ্চল্যকর মন্তব্য উর্জিত প্যাটেলের
চলতি বছরে রিলায়েন্সের শেয়ার লাফিয়ে বেড়েছে ৪৬ শতাংশ। সেখানে এক্সনের শেয়ার দর পড়েছে ৩৯ শতাংশ। ৩১ মার্চ পর্যন্ত রিলায়েন্সের মোট লাভের প্রায় ৮০ শতাংশ এসেছে তেল উৎপাদন করে।
তবে, ডিজিটাল প্ল্য়াটফর্মের শ্রীবৃদ্ধি ঘটাতে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন আম্বানি। বিপুল পরিমাণে বিনিয়োগ ঘরে তুলে চমকে দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান ও ম্য়ানেজিং ডিরেক্টর। আম্বানির ঘরে লাভের অঙ্ক দাঁড়িয়েছে ২২.৩ বিলিয়ন ডলার, যার সৌজন্য়ে ব্লুমবার্গ বিলিওনিয়ারিজ ইন্ডেক্সের ধনকুবেরদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করেছেন মুকেশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন