Advertisment

মুম্বইয়ে সেঞ্চুরি পার পেট্রোলের! ফের মহার্ঘ হল জ্বালানি

চলতি মাসে মোট ১৫ বার বাড়ল জ্বালানির দাম

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol-Diesel price Hike, Hindusthan Petrolium, Delhi, Kolkata, Mumbai

প্রতীকী ছবি

চলতি মাসে মোট ১৫ বার বাড়ল জ্বালানির দাম। শনিবার মুম্বইতে পেট্রলের দাম ছাড়ালো ১০০ টাকা। এদিন লিটারপিছু ২৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। পাশাপাশি ডিজেল বেড়েছে লিটারপিছু ২৮ পয়সা। এই মূল্যবৃদ্ধির জেরে মুম্বইয়ের পেট্রোলের লিটারপিছু দাম ১০০টাকার কিছু বেশী। এদিকে, পেট্রোল শতক ছুঁয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের একাধিক জেলায়। চার দিন আগেই লিটারপিছু দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। তখন মুম্বইয়ে পেট্রোল ছিল শতক ছুঁইছুঁই।

Advertisment

এদিকে, দিন দুয়েক স্থিতাবস্থায় থাকার পর বৃহস্পতিবার ফের বেড়েছিল জ্বালানির দাম। তেল কোম্পানি সূত্রে জানানো হয়েছিল, পেট্রোল লিটারে ২৪ পয়সা আর ডিজেল লিটারে ২৯ পয়সা বেড়েছে। নতুন এই দামের জেরে মুম্বাইতে পেট্রোল প্রায় সেঞ্চুরির দোরগোড়ায় ছিল। বাণিজ্যনগরীতে লিটারপিছু পেট্রোলের দাম ছিল ৯৯.৯৪টাকা আর ডিজেল ৯১.৮৭ টাকা। পাশাপাশি সেই বৃদ্ধিতে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৩.৬৮ টাকা আর ডিজেল ৮৪.৬১ টাকা।

কলকাতায় দাম পেট্রোলে লিটারপিছু ৯৩.৪৯ টাকা আর ডিজেলে ৮৭.১৬ টাকা। পেট্রোল সেঞ্চুরি ছাড়িয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রেও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mumbai petrol diesel price Fuel Price
Advertisment