Advertisment

পয়লা এপ্রিল থেকে মিশে যাচ্ছে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

২০১৯ সালের আগস্ট মাসেই ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় সংস্কারের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১ এপ্রিল থেকে মিশে যাচ্ছে দেশের ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০১৯ সালের আগস্ট মাসেই ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় সংস্কারের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হচ্ছে। এর ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা একধাক্কায় ২৭ থেকে ১২-তে নেমে আসতে চলেছে।

Advertisment

ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রস্তাবে সহমত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাও।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও উইনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক সৃষ্টির সিদ্ধান্ত জানালেন নির্মলা সীতারমণ। প্রস্তাবিত দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কটির মোট ব্যবসার পরিমাণ হবে ১৭.৯৫ লক্ষ কোটি টাকা। সারা দেশে এর শাখা সংখ্যা হবে ১১,৪৩৭টি।

আরও পড়ুন, ব্যাঙ্কিং রেগুলেশন সংশোধনী বিল আনল মোদী সরকার

পাশাপাশি কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে দেশের চতুর্থ বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তৈরির সিদ্ধান্ত এদিন জানানো হল। এই প্রস্তাবিত ব্যাঙ্কটি থেকে ১৫.২০ লক্ষ কোটি টাকার ব্যবসা প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। যার সঙ্গে গত ১ এপ্রিল আগেই সংযুক্তিকরণ ঘটেছে দেনা ও বিজয়া ব্যাঙ্কের।

Nirmala Sitharaman
Advertisment