ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেন আরও সুরক্ষিত ও সুবিধাজনক করতে নয়া নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। আজ থেকেই এই নয়া গাইডলাইন কার্যকর করা হবে। অনলাইনে প্রতারণার ঘটনা রুখতে ও ক্রেডিট-ডেবিট কার্ডকে আরও সুরক্ষিত করার লক্ষ্য়ে এই পদক্ষেপ করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক নয়া নিয়মাবলী...
* ব্য়াঙ্কের ইস্য়ু করা সমস্ত নতুন ক্রেডিট ও ডেবিট কার্ডে ডোমেস্টিক লেনদেন হবে ও পয়েন্ট অফ সেলে ব্য়বহার করা যাবে।
* এখন থেকে সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড ব্য়বহারকারী লেনদেন সীমা নির্ধারণ করতে পারবেন।
* অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন, সংযোগহীন লেনদেনের মতো অপ্ট-ইন বা অপ্ট আউট পরিষেবা বেছে নিতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন: মা ও ছেলের থেকে মোটা টাকা ধার নিয়েছিলেন, স্বীকারোক্তি ‘দেউলিয়া’ অনিল আম্বানির
* ভারত বা বিদেশে যেসব ডেবিট ও ক্রেডিট কার্ডে অনলাইনে বা সংযোগহীন লেনদেন হয়নি, সেগুলির অনলাইন পেমেন্ট পরিষেবা বন্ধ করতে সমস্ত ব্য়াঙ্ক ও কার্ড প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে আরবিআই।
* যাঁরা নিজেদের ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও বদল ঘটাতে চান, তাঁরা সংশ্লিষ্ট ব্য়াঙ্কের মোবাইল অ্য়াপ বা ইন্টারনেট ব্য়াঙ্কিংয়ের মাধ্য়মে করতে পারবেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন