Advertisment

২০ কোটি মহিলার জন ধন অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা দেবে কেন্দ্র

করোনার জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। এই অবস্থায় দেশের দরিদ্র এবং পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার সংক্রমণ রুখতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশে ২১ দিনের লকডাউন জারি করেছে কেন্দ্র। এই অবস্থায় চুড়ান্ত খাদ্য সংকটের মধ্যে নাগরিকদের একাংশ। বৃহস্পতিবার করোনার জেরে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনার জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের দিন গুজরান প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় দেশের দরিদ্র এবং পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisment

এক নজরে দেখে নেওয়া যাক ঘোষণার মূল বক্তব্য

*দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল কেন্দ্র।

*১০০ দিনের কাজের (মনরেগা) আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ২০২ টাকা করে দেওয়া হবে।

*প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় বছরে ৬ হাজার টাকা করে পেতেন কৃষকরা।বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এপ্রিলের প্রথম সপ্তাহেই তা থেকে কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে।

publive-image গ্রাফিক্স- অভিজিৎ বিশ্বাস

*প্রতি পরিবারকে বিনামূল্যে ১ কেজি করে ডালও দেওয়া হবে। দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ এতে উপকৃত হবেন।

*প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজি চাল অথবা গম দেওয়া হবে।

*জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা।

*দরিদ্র মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ।

* প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীদের প্রতি মাসে অতিরিক্ত ১০০০ টাকা দেওয়ার ঘোষণা

*দারিদ্রসীমার নীচে বসবাসকারী ৮ কোটি ৩০ লক্ষ পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।

publive-image গ্রাফিক্স-অভিজিৎ বিশ্বাস

*যে সমস্ত সংস্থার কর্মীর সংখ্যা ১০০-র কম এবং ৯০ শতাংশ কর্মীর মাসিক আয় ১৫ হাজার টাকা, আগামী তিন মাস তাদের ইপিএফও-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র

* করোনা পরিস্থিতিতে সংশোধিত ইপিএফ আইন মাফিক কোনও কর্মী চাইলে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে) তা আগাম তুলতে পারবেন।

*দেশের ২০ কোটি মহিলা, যাদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের অ্যাকাউন্টে আগামী তিন মাস ৫০০ টাকা করে দেবে কেন্দ্র

দিন দুয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সাংবাদিক বৈঠক করে জানালেন ২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল ৩ মাস। ৩১ মার্চ থেকে বাড়িয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার দিন করা হয়েছে ৩০ জুন।

দেরিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ হারে সুদ নেওয়া হবে।

অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে এত দিন চার্জ নেওয়া হত, আপাতত সেই ধরনের কোনও চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, আগামী তিন মাস ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন সাধারণ মানুষ। সে ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না।

coronavirus Nirmala Sitharaman
Advertisment