Advertisment

2025 Budget in Bangla Highlights: '১৪০ কোটি আকাঙ্খা পূরণ', বাজেট শেষে বিরাট বিবৃতি প্রধানমন্ত্রী মোদীর

India Budget 2025, Nirmala Sitharaman Speech, Income Tax Budget 2025 Highlights in Bangla: মধ্যবিত্তদের জন্য বিরাট উপহার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। আজকের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়ের ঘোষণা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
 PM Modi said This is budget of the people, the aspirations of 140 crore Indians will be fulfilled

'১৪০ কোটি আকাঙ্ক্ষা পূরণ', বাজেট শেষে বিরাট বিবৃতি প্রধানমন্ত্রী মোদীর Photograph: (ফাইল ছবি।)

Union Budget 2025-26 Announcements Highlights in Bangla: মধ্যবিত্তদের জন্য বিরাট উপহার  অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। আজকের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়ের ঘোষণা করেছেন তিনি। সরকারের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত শ্রেণীর জন্য নিঃসন্দেহেই বড় স্বস্তি।

Advertisment

বিরোধী সাংসদদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর ভাষণে বলেন যে সরকার সকলের উন্নয়নের উপর জোর দিচ্ছে। অর্থমন্ত্রী দেশের ১২০টি স্থানে উড়ান প্রকল্পের কথা বলেছেন। সরকার উড়ান প্রকল্পের মাধ্যমে ৪ কোটি নতুন যাত্রী যুক্ত করার লক্ষ্য নিয়েছে সরকার সেকথাও তিনি তাঁর ভাষণে উল্লেখ করেছেন। এর সঙ্গে বিহারে ৩টি নতুন গ্রিন ফিল্ড বিমানবন্দর খোলা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি পাটনা বিমান বন্দরের সম্প্রসারণ, পাহাড়ি এলাকায় ছোট বিমানবন্দর এবং হেলিপ্যাড তৈরি করা হবে বলেও লোকসভার বাজেট পেশ করার সময় উল্লেখ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

মোদী সরকার সাধারণের প্রত্যাশার চেয়েও বেশি কর ছাড়ের বড় ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী বলেছেন যে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। এর পাশাপাশি, সরকার নতুন ইনকাম ট্যাক্স বিলও আনতে চলেছে। বিলটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কৃষক, মহিলা, যুবক, বয়স্ক এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর বিশেষ জোর দিয়েছেন। অর্থমন্ত্রী আইআইটি এবং মেডিকেল কলেজগুলিতে আসন বৃদ্ধির ঘোষণা করার পাশাপাশি, এআই-এর জন্য একটি সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠারও ঘোষণা করেছেন। 

আসুন দেখে নেওয়া যাক ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের মূল ঘোষণা 

Advertisment

➤ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর থাকবে না।

➤ বিহারে মাখনা বোর্ড গঠিত হবে।

➤ কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

➤ বিহারে জাতীয় খাদ্য প্রযুক্তি, উদ্যোক্তা ও ব্যবস্থাপনা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। এর ফলে সমগ্র পূর্ব অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম বৃদ্ধি পাবে।

➤ ২০১৫ সালের পর প্রতিষ্ঠিত আইআইটিগুলিতে পরিকাঠামো বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে আসন সংখ্যা ৬,৫০০ বৃদ্ধি পাবে। আইআইটি পাটনা সম্প্রসারিত হবে।

➤ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। অর্থমন্ত্রী এর জন্য ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা করেছেন।

➤ পাঁচটি বিশ্বমানের দক্ষতা কেন্দ্র তৈরি করা হবে যার জন্য বিদেশী দেশগুলির সাথে অংশীদারিত্ব থাকবে।

➤ পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্যগুলিকে ৫০ বছরের জন্য ১.৫ লক্ষ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে।

➤ ২০২৫-২৬ অর্থবর্ষে মেডিকেল পড়াশোনার জন্য কলেজ ও হাসপাতালে ১০ হাজার নতুন আসন যুক্ত করা হবে। সরকার আগামী পাঁচ বছরে নতুন আসনের সংখ্যা ৭৫ হাজারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

➤ মাইক্রো, স্মল ও মাঝারি উদ্যোগের (MSME) বিনিয়োগ এবং টার্নওভার সীমা যথাক্রমে আড়াই গুণ এবং দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। মহিলা, তফসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর লোকদের প্রথমবার ব্যবসা শুরু করার জন্য ৫ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে।

➤ উড়ান প্রকল্পটি একটি নতুন বিন্যাসে উপস্থাপন করা হবে। এই প্রকল্পের আওতায়, ৪ কোটি অতিরিক্ত যাত্রী যোগ করার লক্ষ্যে ১২০টি নতুন গন্তব্য যুক্ত করা হবে।
লক্ষ্যমাত্রা হলো ২০৪৭ সালের মধ্যে কমপক্ষে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা।

➤ আগামী তিন বছরের মধ্যে সকল জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে।

➤ কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। অর্থমন্ত্রী আগামী সপ্তাহে সংসদে একটি নতুন ইনকাম ট্যাক্স বিল আনতে চলেছে 

করবে।

➤ কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। অর্থমন্ত্রী আগামী সপ্তাহে সংসদে একটি নতুন কর বিল পেশ করার ঘোষণা দিয়েছেন।

➤ ৩৬টি জীবন রক্ষাকারী ওষুধের উপর শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। ৬টি জীবন রক্ষাকারী ওষুধের উপর ৬% কাস্টম শুল্ক।

 

 

 

 

  • Feb 01, 2025 14:55 IST

    Budget News in Bengali Today: ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষা পূরণ: মোদী

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বাজেটকে জনগণের বাজেট বলে অভিহিত করেছেন। পাশাপাশি মোদী বলেছেন ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর। মোদী আরও বলেন, বাজেটে কৃষকদের জন্য যে ঘোষণাগুলি করা হয়েছে তা কৃষিক্ষেত্র এবং সমগ্র গ্রামীণ ব্যবস্থায় একটি নতুন বিপ্লবের ভিত্তি হয়ে উঠবে। কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৫ লক্ষ টাকায় বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। সকল আয়ের মানুষের জন্য করও কমানো হয়েছে। এর সুবিধা ভোগ করবেন আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। যারা নতুন চাকরি পেয়েছেন তাদের জন্য আয়কর থেকে এই অব্যাহতি একটি বিশাল সুযোগ হয়ে উঠবে। এই বাজেটে উদ্যোক্তা এবং এমএসএমইগুলিকে শক্তিশালী করতে এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে উৎপাদনের উপর ৩৬০ ডিগ্রি ফোকাস দেওয়া হয়েছে। 



  • Feb 01, 2025 14:39 IST

    Budget News in Bengali Today: প্রতিরক্ষা বাজেটে বিপূল বরাদ্দ

    আজকের বাজেটে মোদী সরকার প্রতিরক্ষা খাতে বরাদ্দ হাজার হাজার কোটি টাকা বাড়িয়েছে। চিন ও পাকিস্তানকে রীতিমত হুঙ্কার ছুঁড়েছে।  মোদী সরকার গতবারের তুলনায় ভারতের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে। এবার ৪ লক্ষ ৯১ হাজার ৭৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতবারের তুলনায় বাজেট ৩৬ হাজার ৯৫৯ কোটি টাকা বেড়েছে।

     



  • Feb 01, 2025 12:32 IST

    Budget News in Bengali Today: নতুন কর ব্যবস্থার অধীনে নতুন কর স্ল্যাব

    নতুন কর ব্যবস্থার অধীনে নতুন কর স্ল্যাব 


    ৪ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা আয় - ৫% ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা আয় - ১০% ১২ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা আয় - ১৫% ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা আয় - ২০% ২০ লক্ষ টাকা ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ২৫%  ২৪ লক্ষ টাকার উপরে আয়ের উপর ৩০ %



  • Feb 01, 2025 12:27 IST

    Budget News in Bengali Today: ২৪ লক্ষ টাকার উপরে ৩০% কর

    ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর ছাড়ের বড় ঘোষণা

    বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এখন ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না ।

    ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫% ট্যাক্স 
    ১৬-২০ লক্ষ টাকা পর্যন্ত ২০% ট্যাক্স

    ২০-২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫% ট্যাক্স 

    ২৪ লক্ষ টাকার উপরে ৩০% ট্যাক্স 



  • Feb 01, 2025 12:23 IST

    Budget News in Bengali Today: বাজেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘোষণা

    বাজেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘোষণা 


    ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও আয়কর থাকবে না।

     

    অর্থমন্ত্রী বলেন- আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনা হবে।

    ক্যান্সারের ওষুধ সস্তা হবে, গত ৪ বছরের আইটি রিটার্ন একসাথে দাখিল করা যাবে।

    প্রবীণ নাগরিকদের জন্য টিডিএসের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।

    আয়কর দাখিলের সীমা ২ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হয়েছে।

    আগামী ৬ বছর ধরে, মসুর ডাল এবং অড়হরের মতো ডালের উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হবে।

    কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে।

    বিহারে মাখনা বোর্ড গঠন করা হবে, এতে ক্ষুদ্র কৃষক এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন।

    ক্ষুদ্র শিল্পের জন্য বিশেষ ক্রেডিট কার্ড, প্রথম বছরে ১০ লক্ষ কার্ড ইস্যু করা হবে।

    এমএসএমই-এর জন্য ঋণের গ্যারান্টি কভার ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে। ১.৫ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

    স্টার্টআপগুলির জন্য ঋণের পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করা হবে।



  • Feb 01, 2025 12:15 IST

    Budget News in Bengali Today: ১২ লাখ টাকা অবধি আয় করে ছাড়

    ১২ লাখ টাকা অবধি আয়করে ছাড়, বড় ঘোষণা অর্থমন্ত্রীর । প্রবীণদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে হল ১ লক্ষ টাকা। বেতনভূক কর্মীদের জন্য বাজাটে বড় ঘোষণা। আয়কর স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে হপ্যেছে ৭৫ হাজার ছাড়া। বছর ২৪ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর আরোপের ঘোষণা। 



  • Feb 01, 2025 12:11 IST

    Budget News in Bengali Today: বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় স্বস্তি

    বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় স্বস্তি। বাড়ানো হয়েছে আইটিআর এবং টিডিএসের সীমা । টিডিএসের সীমা ১০ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। কর ছাড়ের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে।  তারা চার বছরের জন্য রিটার্ন দাখিল করতে পারবেন। প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড় দ্বিগুণ করা হয়েছে। 



  • Feb 01, 2025 12:09 IST

    Budget News in Bengali Today: সিনিয়র সিটিজেনদের ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ পর্যন্ত আয়করে ছাড়ের ঘোষণা

    সিনিয়র সিটিজেনদের ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ পর্যন্ত আয়করে ছাড়ের ঘোষণা। আগামী সপ্তাহে আসবে নতুন আয়কর বিল 



  • Feb 01, 2025 12:04 IST

    Budget News in Bengali Today: সস্তা হবে মোবাইল, ইলেকট্রিক বাইক

    LED-LCD টিভির দাম কমবে। এগুলোর উপর শুল্ক কমানো হয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমবে। ইভি এবং মোবাইল ব্যাটারি সস্তা হবে।



  • Feb 01, 2025 12:03 IST

    Budget News in Bengali Today: পর্যটন নিয়ে বড় ঘোষণা

    ৫০টি পর্যটন ক্ষেত্রে পার্টনারশিপ মডেলে উন্নয়ন। হোম স্টে-র জন্য দেওয়া হবে মুদ্রা লোন। পর্যটকদের ভাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে রাজ্যগুলিকে ইনসেনটিভ। কিছু কিছু পর্যটন ক্ষেত্রে হবে ভিসা-ফ্রি।
    বুদ্ধদেবের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির ক্ষেত্রে পর্যটনে গুরুত্ব। মেডিক্যাল ট্যুরিজম প্রোমোট করা হবে।



  • Feb 01, 2025 11:58 IST

    Budget News in Bengali Today: সকল সরকারি স্কুলে ব্রডব্যান্ড সংযোগ

    ২০২৫-২৬ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে ডিজিটাল শিক্ষার আরও ভাল প্রসারের লক্ষ্যে সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে।



  • Feb 01, 2025 11:55 IST

    Budget News in Bengali Today: ৩৬টি ক্যানসার ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার

    ৩৬টি ক্যানসার ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার বাজেটে বড় ঘোষণা সীতারমণের। সমস্ত জীবনদায়ী ওষুধে ৫শতাংশ শুল্ক প্রত্যাহার।  



  • Feb 01, 2025 11:53 IST

    Budget News in Bengali Today:বিমায় ১০০ শতাংশ বিনিয়োগ

    বিমাক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেশ কেন্দ্রীয় বাজেটে। কেন্দ্রীয় বাজেট পেশ করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।



  • Feb 01, 2025 11:52 IST

    Budget News in Bengali Today: চামড়া খাতে ২২ লক্ষ কর্মসংস্থান

    চামড়া খাতে ২২ লক্ষ কর্মসংস্থানের বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।  ২২ লক্ষ মানুষের কর্মসংস্থান, ৪ লক্ষ কোটি টাকার টার্নওভার এবং ১.১ লক্ষ কোটি টাকার রপ্তানির সম্ভাবনা।



  • Feb 01, 2025 11:49 IST

    Budget News in Bengali Today: আগামী সপ্তাহে নতুন আয়কর বিল

    আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল। আয়কর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিমায় FD বেড়ে ১০০ শতাংশ। 



  • Feb 01, 2025 11:48 IST

    Budget News in Bengali Today: সকল জেলা হাসপাতালে ক্যান্সার কেন্দ্র

    সকল জেলা হাসপাতালে ক্যান্সার কেন্দ্রগড়ে তোলার বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে  নির্মলা সীতারমন বলেছেন যে সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার কেন্দ্র খোলা হবে।



  • Feb 01, 2025 11:45 IST

    Budget News in Bengali Today: ভোটমুখী বিহারে ঢালাও বরাদ্দ

    ১২০টি নতুন জায়গা থেকে উড়ান। বিহারে গ্রিন ফিল্ড এয়ারপোর্ট। বিহারে নতুন তিনটি বিমানবন্দর স্থাপনের ঘোষণা। ভোটমূখী বিহারের জন্য ঢালাও বরাদ্দ অর্থমন্ত্রী। বিহারে তৈরি হবে ন্যাশানাল ইন্সটিউট অফ ফুড টেকনোলজি  



  • Feb 01, 2025 11:39 IST

    Budget News in Bengali Today: পড়ুয়াদের জন্য বাজেট বিরাট ঘোষণা

    বাজেটে পড়ুয়াদের জন্য বিরাট  ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। তিনি বলেন, আইআইটিতে ৬৫০০ আসন বাড়ানো হবে। ৩টি এআই সেন্টার খোলা হবে। এছাড়াও, ৫ বছরে মেডিকেলে ৭৫০০০ আসন বাড়ানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ৫০০ কোটি টাকার বাজেট।



  • Feb 01, 2025 11:38 IST

    Budget News in Bengali Today: জল জীবন মিশন নিয়ে বড় ঘোষণা

    নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় বলেন, সরকার জল জীবন মিশনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়াতে চলেছে। সরকারের লক্ষ্য প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়া।



  • Feb 01, 2025 11:35 IST

    Budget News in Bengali Today: মেডিক্যাল কলেজে আসন বাড়ানোর ঘোষণা বাজেটে

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছে ২৩টি আইআইটিতে ছাত্রের সংখ্যা বেড়েছে। আইআইটি পাটনায় হস্টেল ও পরিকাঠামো ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।  এআইয়ের জন্য উৎকর্ষক কেন্দ্র তৈরি হবে। ৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে তার জন্য। আগামী ৫ বছরে ৭৫ হাজার আসন বাড়বে মেডিক্যাল কলেজগুলিতে।



  • Feb 01, 2025 11:33 IST

    Budget News in Bengali Today: বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা

    বিহারে মাখনা বোর্ড গঠন করা হবে, বিহারে খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করা হবে বলেও জানিয়েছেন   সীতারমণ।  কিষাণ ক্রেডিট কার্ডের লোন ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ১০০টি জেলাকে ধন ধান্য যোজনার সাথে যুক্ত করা হবে। শস্য বৈচিত্র্য, সেচ সুবিধা এবং ঋণের ফলে ১.৭ কোটি কৃষক উপকৃত হবে। 



  • Feb 01, 2025 11:29 IST

    Budget News in Bengali Today: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণের পরিমাণ দ্বিগুণ

    - ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণের পরিমাণ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে।

    - দুগ্ধ ও মৎস্য চাষের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।

    – অসমে ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে।

    -স্টার্ট আপের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল।

    - চামড়া প্রকল্প ২২ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ। 

    -  জাতীয় খেলনা প্রকল্প তৈরির ঘোষণা 



  • Feb 01, 2025 11:26 IST

    Budget News in Bengali Today: মৎসজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন

    মৎসজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অফশিলি মহিলাদের আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ ঋণের ঘোষণা। MSME-এর জন্য ৫ কোটি থেকে ১০ কোটি লোন। মহিলা স্টার্টআপদের জন্য বিশেষ উদ্যোগ।



  • Feb 01, 2025 11:22 IST

    Budget News in Bengali Today: তুলা উৎপাদনে জোর, কিষাণ ক্রেডিট কার্ডে লোনের পরিমাণ বৃদ্ধি

    -ভারতের ঐতিহ্যবাহী তুলা শিল্পের প্রচার

    - তুলা উৎপাদনের উপর সরকারের ৫ বছরের লক্ষ্য

    - প্রধানমন্ত্রী ধন ধান্য প্রকল্পে ১০০টি জেলা উপকৃত হবে

    - তুলা উৎপাদন ও বিপণনের উপর জোর 

    - কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। 



  • Feb 01, 2025 11:17 IST

    Budget News in Bengali Today: সীতারামনের বাজেট বক্তৃতার উল্লেখযোগ্য অংশ

    -তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে।

    -ডাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার  লক্ষ্য

    -বিহারে মাখনা বোর্ড গঠন করা হবে।

    - জেলেদের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা

    - কর, জ্বালানি এবং নগর উন্নয়নের উপর জোর। 

    - দরিদ্র, যুবক, কৃষক এবং নারী  শক্তির উপর বিশেষ নজর 



  • Feb 01, 2025 11:15 IST

    Budget News in Bengali Today: কৃষি উৎপাদনশীলতা বাড়ানো আমাদের লক্ষ্যঃ সীতারমন

    কৃষকদের প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা। অসমে তৈরি হবে ইউরিয়া প্ল্যান্ট। সবজি ফলের উৎপাদন বাড়ানো হবে। 



  • Feb 01, 2025 11:11 IST

    Budget News in Bengali Today: বিদ্যুৎ কৃষি কর সহ ৬ বিষয়ে বাড়তি নজর

    নির্মলা সীতারমন বলেন, ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডে যুক্ত থাকে সেটাই আমাদের লক্ষ্য সংসদে বাজেট ভাষণে উল্লেখ অর্থমন্ত্রীর। পিএম ধন-ধান্য প্রকল্পকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমাদের কাছে আগামী ৫ বছর উন্নয়নের অপার সুযোগ রয়েছে। কৃষি খাতে আত্মনির্ভরতা বাড়াতে ডাল তৈলবীজ উৎপাদনে জোর। 



  • Feb 01, 2025 11:08 IST

    Budget News in Bengali Today: সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

    বাজেটে মধ্যবিত্তদের বিশেষ গুরুত্বের কথা জানালেন অর্থমন্ত্রী। দেশের আর্থিক সংস্কার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন, জানালেন সীতারমন। দেশকে উন্নতির লক্ষ্যে নিয়ে যাওয়াই লক্ষ্য বাজেট ভাষণে উল্লেখ অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, সবার উন্নয়ন আমাদের লক্ষ্য। ক্ষুদ্র শিল্প থেকে রপ্তানি বাড়ানো আমাদের উদ্দেশ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি।



  • Feb 01, 2025 11:05 IST

    Budget News in Bengali Today: কী বললেন মোদী

    মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই বাজেটে সাধারণ মানুষের চাহিদা পূরণ করা হবে। এটি দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবকদের আকাঙ্ক্ষার  বাজেট।



  • Feb 01, 2025 10:45 IST

    Budget News in Bengali Today: সংসদে পৌঁছেছেন মোদী

    বাজেটটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। শীঘ্রই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন।



  • Feb 01, 2025 10:34 IST

    Budget News in Bengali Today: মন্ত্রিসভা থেকে মিলল অনুমোদন

    মিলেছে মন্ত্রিসভার অনুমোদন। সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।  



  • Feb 01, 2025 10:31 IST

    Budget News in Bengali Today: সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শুরু

    সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বাজেট পেশের আগে, এই মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন মিলবে।  অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সকাল ১১ টায় বাজেট পেশ করবেন।



  • Feb 01, 2025 10:19 IST

    Budget News in Bengali Today: সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী

    প্রধানমন্ত্রী মোদী সংসদ ভবনে পৌঁছেছেন। মন্ত্রিসভার বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বাজেট পেশের আগে, সকাল ১০:২৫ মিনিটে সংসদ ভবনে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে বাজেটের অনুমোদন মিলবে। 



  • Feb 01, 2025 10:15 IST

    Budget News in Bengali Today: মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, সীমাহীন বেকারত্ব,বাজেটের আগেই বিস্ফোরক মন্তব্য

    মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, সীমাহীন বেকারত্ব। মহাকুম্ভ চলছে ট্রেন ও বিমানের ভাড়া সাধারণের নাগালের বাইরে। বাজেট জনসাধারণের স্বার্থে হওয়া উচিত। বিজেপি, কংগ্রেস বা অন্য কোনও দলের বিষয় নয়, সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং বাজেট দেশ ও জনগণের স্বার্থে হওয়া উচিত, মন্তব্য রবার্ট ভাদ্রার 



  • Feb 01, 2025 10:11 IST

    Budget News in Bengali Today: সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

    অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাষ্ট্রপতি ভবন ছেড়ে সংসদ ভবনে পৌঁছেছেন। বাজেট পেশের আগে, সকাল ১০:২৫ মিনিটে সংসদ ভবনে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে অনুমোদন মেলার পরই সকাল ১১ টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।  



  • Feb 01, 2025 10:05 IST

    Budget News in Bengali Today: রাষ্ট্রপতির অনুমোদন

    রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদ ভবনে পৌঁছালেন অর্থমন্ত্রী।  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাজেট অনুমোদন পাওয়ার পর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদ ভবনে পৌঁছেছেন। এরপর হবে মন্ত্রীসভার বৈঠক। তার কিছু সময় পর সকাল ১১টায় সংসদে  বাজেট পেশ করবেন সীতারমন।



  • Feb 01, 2025 10:01 IST

    Budget News in Bengali Today: সীতারমনকে খোঁচা

    "তিনি কেবল উপহারের প্রতিশ্রুতি দেন, বাস্তবে কাজের কাজ কিছুই হয় না।  দরিদ্র, ছোট ব্যবসায়ী, কৃষক শ্রেণী কিছুই পায় না। যুবক, মহিলা, কৃষকরা কিছুই পান না। সবাই সমস্যায় পড়ে... মুদ্রাস্ফীতি নিয়ে বাজেটে কোনও কথা হয় না।" ..''এভাবেই অর্থমন্ত্রীকে খোঁচা কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ।



  • Feb 01, 2025 09:42 IST

    Budget News in Bengali Today: শাড়িতে বড় চমক সীতারমনের

    আজ বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পদ্মশ্রী দুলারী দেবীর উপহার দেওয়া শাড়ি পরে সংসদে বাজেট পেশ করবেন। বাজেটের দিন অর্থমন্ত্রীকে এই শাড়িটি পরার জন্য অনুরোধ করেছিলেন দুলারী দেবী।

    Sitharaman Wears White Saree In Tribute To Madhubani Padma Awardee
    শাড়িতে বিশেষ চমক Photograph: (ফাইল ছবি।)

     

     



  • Feb 01, 2025 09:35 IST

    Budget News in Bengali Today: বাজেটের কপি সংসদ ভবনে পৌঁছেছে

    আজ সংসদে বাজেট পেশের আগে, সকাল ১০.২৫ মিনিটে সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।  সেই বৈঠকে মিলবে বাজেটের অনুমোদন। ইতিমধ্যে, বাজেটের কপি সংসদ ভবনে পৌঁছেছে।  অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন।



  • Feb 01, 2025 09:29 IST

    Budget News in Bengali Today: লাল ট্যাব হাতে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হলেন নির্মলা সীতারমন

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করতে চলেছেন। তিনি ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাঁর হাতে রয়েছে একটি লাল ট্যাব।

     



  • Feb 01, 2025 09:12 IST

    Budget News in Bengali Today: অর্থমন্ত্রকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

    অর্থমন্ত্রকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আজ সংসদে বাজেট পেশ করবেন। সকাল ১১ টায় সংসদে বাজেট পেশ। বাজেট ঘিরে ইতিমধ্যে সাধারণের মধ্যে চড়তে শুরু করছে প্রত্যাশার পারদ।



  • Feb 01, 2025 08:41 IST

    Budget News in Bengali Today: বড় ইঙ্গিত মোদীর

    সংসদে সাধারণ বাজেট পেশের ঠিক একদিন আগে বড়সড় ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র ও মধ্যবিত্তের পাশাপাশি মহিলাদের জন্য অনেক নতুন উদ্যোগের ঘোষণা করা হতে পারে এই বাজেটে। তিনি আরো বলেন, দেশের প্রতিটি দরিদ্র ও মধ্যবিত্ত সম্প্রদায়ের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন সব সময় থাকে তিনি এটাই কামনা করছেন।



  • Feb 01, 2025 08:19 IST

    Budget News in Bengali Today: সাধারণ মানুষের বাজেট ঘিরে কী প্রত্যাশা?

    আজ মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট থেকে দেশের মানুষের একাধিক প্রত্যাশা রয়েছে। সরকার কর্মসংস্থান বৃদ্ধিতে অনেক ঘোষণা করতে পারে। বেতনভোগী শ্রেণিকে দারুণ উপহার দিতে পারে। এছাড়া কৃষকদের জন্য বড় উপহারের ঘোষণাও করতে পারে সরকার। মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন আয়কর স্ল্যাব নিয়ে।



  • Feb 01, 2025 08:03 IST

    Budget News in Bengali Today: মহিলা, যুবক, কৃষকদের জন্য বড় চমক

    বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে কৃষক, মহিলা ও যুবকদের জন্য ফের বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হতে পারে। অন্যদিকে সাধারণ বাজেটে নারী ও যুবকদের নিয়ে বড় কিছু ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।



  • Feb 01, 2025 07:54 IST

    Budget News in Bengali Today: আজ দিনভর বাজেটের কখন কোথায় কী?

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে তাঁর অষ্টম বাজেট পেশ করবেন। 

    নির্মলা সীতারামন প্রথমে সকাল ৮:১৫ মিনিটে অর্থ মন্ত্রকে পৌঁছাবেন এবং বাজেট প্রস্তুতকারী দলের সঙ্গে একটি ফটো সেশনে অংশ নেবেন।

    সকাল ৮.৪৫ মিনিটে অর্থমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং বাজেটের অনুমোদন নেবেন।

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকাল ৯.১৫ মিনিটে সংসদে পৌঁছাবেন।

    সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠক হবে। এতে কেন্দ্রীয় বাজেট অনুমোদন দেওয়া হবে।

    সকাল ১১টায় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

    বাজেট বক্তৃতার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া জানাবেন।

    এর পর বিকেল ৩টে নাগাদ বাজেট টিমের সঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী সীতারমন।



  • Feb 01, 2025 07:47 IST

    Budget News in Bengali Today: বাজেট কী কী বড় ঘোষণার সম্ভাবনা?

    নির্মলা সীতারামন আজ দেশের সাধারণ বাজেট পেশ করবেন। সংসদে আজ সকাল ১১ টা নাগাদ তিনি তাঁর বাজেট বক্তৃতা পেশ করবেন। এক ঝলকে দেখে নিন কী কী বড় ঘোষণা হতে পারে এবারের বাজেট 

     

    -আপনি আয়কর থেকে অব্যাহতি পেতে পারেন।

    -বাড়ির স্বপ্ন পূরণ হতে পারে। এ জন্য বাজেটে বাড়ি কেনার মূল্যসীমা বাড়ানোর ঘোষণা হতে পারে।

    -স্বাস্থ্য খাতে বাজেট বাড়তে পারে।

    তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

    -প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ বাড়ানো যেতে পারে।

    -পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে।

    - নারীদের জন্য বিশেষ উপহার



  • Feb 01, 2025 07:42 IST

    Budget News in Bengali Today: দীর্ঘতম বাজেট বক্তৃতা

    আজ যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন, তখন তিনি তাঁর বক্তৃতায় দরিদ্র, মহিলা এবং কৃষকদের উপর বিশেষ নজর দেবেন। এছাড়া বেতনভোগী শ্রেণীকেও নজরে রাখা হবে বলে আশা করা হচ্ছে। যদি আমরা সংসদে দীর্ঘতম বাজেট বক্তৃতার কথা বলি, তবে এই রেকর্ডটিও রয়েছে নির্মলা সীতারমনের। নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি, ২০২০-এ দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ড করেছিলেন। এ সময় তার বক্তব্য ছিল ২ ঘণ্টা ৪০ মিনিট। সময়ের অভাবে দুই পৃষ্ঠা অসম্পূর্ণ রেখে বক্তব্য শেষ করতে হয় তাঁকে।



  • Feb 01, 2025 07:41 IST

    Budget News in Bengali Today: দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের

    বাজেটের আগে সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর । বাজেটের আগেই সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৭ টাকা। ১ আগস্ট থেকে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের আজকের দাম ১৭৯৭ টাকা



  • Feb 01, 2025 07:23 IST

    Budget News in Bengali Today: অষ্টমবারের মতো সংসদে বাজেট পেশ করবেন সীতারামন

    অর্থমন্ত্রী হিসেবে টানা অষ্টমবারের মতো সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। শুক্রবার সংসদে বাজেট অধিবেশন শুরু হয় এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন।



  • Feb 01, 2025 07:01 IST

    Budget News in Bengali Today: ১০ লক্ষ টাকা আয় দিতে হবে না কোন কর

    ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ২০২৫-এ আয়কর স্ল্যাব সম্পর্কিত বড় পরিবর্তন ঘোষণা করতে পারেন। আশা করা হচ্ছে যে নতুন কর ব্যবস্থার অধীনে, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হতে পারে।



Nirmala Sitharaman Union Budget 2025-26
Advertisment