Advertisment

‘মোদী সরকারের নতুন বছরের উপহার’, দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের

ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়ানো হয়েছে। ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৭১৪ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
lpg price, cooking gas price, রান্নার গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম কত, রান্নার গ্যাস, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, এটিএফ দাম, atf price, jet fuel price, lpg gas price, aviation turbine fuel, jet fuel cost up 2.6 per cent, non-subsidised lpg price hiked by rs 19, business news, commodity market news, indian express bangla business

রান্নার গ্যাসের দাম বাড়ল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

নতুন বছরের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়ানো হয়েছে। ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৭১৪ টাকা। বছরের শুরুতে মূল্যবৃদ্ধি ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমে বিরোধীদের কটাক্ষ, ‘‘এটা মোদী সরকারের নতুন বছরের উপহার’’।

Advertisment

অন্যদিকে, বিমান জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। ২.৬ শতাংশ বেড়েছে বিমান জ্বালানির দাম। দিল্লিতে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের (এটিএফ) নয়া দাম কিলোমিটার পিছু ৬৫,৩২৩.৭৬ টাকা। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় ট্রেন ভাড়া বাড়ায় মোদী সরকার।

আরও পড়ুন: বছরের শুরুর দিনেই বাড়ল ট্রেনের যাত্রী ভাড়া

এটিএফ ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের নয়া দাম কত?

লিটার পিছু এটিএফের দাম ৬৪.৩২ টাকা। পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৫.১৪ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৬৭.৯৬ টাকা। ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৭১৪ টাকা।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের তরফে বলা হয়েছে, এরফলে সাধারণ মানুষ আরও গভীর আর্থিক সংকটে পড়বে। কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব বলেছেন, এমন সময় দাম বাড়ানো হল, যখন দেশে অর্থনীতির টালমাটাল অবস্থা। তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য এটা কি নতুন বছরের উপযুক্ত উপহার!’’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘মোদী সরকার নতুন বছর শুরু করল। রেল ভাড়া বাড়ানো হল, তারপর সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসে থাবা বসাল’’। টুইটারে ইয়েচুরি কটাক্ষের সুরে লিখেছেন, ‘‘মোদী সরকারের নতুন বছরের উপহার’’।

Read the full story in English

national news
Advertisment