Advertisment

গ্রাহকের পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যাঙ্কে গ্রাহ্য হবে এনপিআর

ইতিমধ্যে এনপিআর-এর চিঠি কে গ্রাহকের পরিচয়ের বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য করেছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যাঙ্ক গ্রাহকদের পরিচয়ের প্রমাণ হিসেবে এবার থেকে গ্রাহ্য হতে পারে এনপিআর (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার)। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় অথবা ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে কেওয়াইসি (নো ইওর কাস্টোমার) হিসেবে ব্যবহৃত হতে পারে বলে সরকারি ভাবে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Advertisment

৯ জানিয়ারি, ২০২০ এর আরবিআই বিবৃতি অনুযায়ী গ্রাহকের পরিচয়ের বৈধ প্রমাণ হিসেবে ধার্য হবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার নম্বর, নির্বাচন কমিশনের দেওয়া ভোটার কার্ড, এনআরইজিএ-র জব কার্ড এবং গ্রাহকের নাম এবং ঠিকানার উল্লেখ রয়েছে এমন এনপিআর-এর চিঠি।

আরও পড়ুন, জালিয়াতি রুখতে ডেবিট-ক্রেডিট কার্ডের নিয়ম কড়া করছে আরবিআই

ইতিমধ্যে এনপিআর-এর চিঠি কে গ্রাহকের পরিচয়ের বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য করেছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কেওয়াইসি স্বরূপ এনপিআর নথি জমা দিতে বলেছে ব্যাঙ্ককে। তবে সঙ্গে এও জানিয়েছে, কেওয়াইসি নথি হিসেবে এনপিআর নথি জমা দেওয়াই বাধ্যতামূলক, এমনটা নয়।

Read the full story in English

NPR
Advertisment