শেয়ার বাজারে ইতিহাস। রাজনীতির হাওয়া কোন খাতে বইবে তা নিয়ে দেশ জুড়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বাজার খুলতেই শেয়ারের গ্রাফ উর্ধ্বমূখী। এখনও অবধি প্রাইমারি ট্রেন্ডে বাংলায় তৃণমূল এগিয়ে থাকলেও গোটা দেশ জুড়ে এগিয়ে গেরুয়া বাহিনী।
আজ বাজার খোলে ৫৩৮ পয়েন্ট বেশিতে। সেই সময় শেয়ার বাজার ছিল ৩৯,৬৪৮.২২ পয়েন্টে। নিফটিও ১৪১ পয়েন্ট বেশিতে খোলে। নিফটি পৌঁছে গিয়েছে ১১, ৮৩৮.১৫-এ। গণনায় প্রাইমারি ট্রেন্ডে চড় চড় করে বাড়ছে শেয়ার বাজার।
আরও পড়ুন: Lok Sabha Election 2019 Results Live: ফের ক্ষমতায় ফিরছে মোদী সরকার
দিল্লির মসনদে কে বসবে তা নিয়ে দেশ জুড়ে চলছে জল্পনাকল্পনা। এরই মাঝে বৃহস্পতিবার, ৭ শতাংশ বৃদ্ধি পেল শেয়ার বাজার। কথায় আছে কারোর পৌষমাস কারর সর্বনাশ, একদিকে শেয়ার দাম বেড়েছে ইন্ডাসিন্ড ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, পাওয়ারগ্রিড, ইয়েস ব্যাংক, কোটাক ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং রিল্যায়েন্সের অন্যদিকে পতনের মুখ দেখেছে বাজাজ অটো, টাটা মোটরস, সান ফার্মা, ওএনজিসি এবং বেদান্ত।
Read the full story in English