গাড়ি বাজারে মন্দা, সেপ্টেম্বরে রেকর্ড পড়ল বিক্রি

ব্যক্তিগত ব্যাবহারের গাড়ি বিক্রিও কমেছে ৩৩.৪ শতাংশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই ধরনের গাড়ি বিক্রি হয়েছিল ১ লক্ষ ৯৭ হাজার ১২৪ টি। এ বছর গত মাসে বিক্রি হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ২৮১টি।

ব্যক্তিগত ব্যাবহারের গাড়ি বিক্রিও কমেছে ৩৩.৪ শতাংশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই ধরনের গাড়ি বিক্রি হয়েছিল ১ লক্ষ ৯৭ হাজার ১২৪ টি। এ বছর গত মাসে বিক্রি হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ২৮১টি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের গাড়ি শিল্পের বাজারে মন্দা চলছে বিগত বেশ কিছু দিন ধরে। গত সেপ্টেম্বরে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমেছে ২৩.৬৯ শতাংশ। ২০১৮ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০১৯-এর সেপ্টেম্বরে দেশে গাড়ি বিক্রি হয়েছে সর্ব সাকুল্যে ২ লক্ষ ২৩ হাজার ৩১৭টি। গত বছর এই একই সময়ে গাড়ি বিক্রি হয়েছিল ২ লক্ষ ৯২ হাজার ৬৬০।

Advertisment

ব্যক্তিগত ব্যাবহারের গাড়ি বিক্রিও কমেছে ৩৩.৪ শতাংশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই ধরনের গাড়ি বিক্রি হয়েছিল ১ লক্ষ ৯৭ হাজার ১২৪ টি। এ বছর গত মাসে বিক্রি হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ২৮১টি।

সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) -এর তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisment

মোটর সাইকেলের বিক্রিও কমেছে ২৩.২৯ শতাংশ। ১৩ লক্ষ ৬০ হাজার ৪১৫ থেকে মোটর সাইকেলের বিক্রি কমে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৪৩ হাজার ৬২৪।

বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ি বিক্রির সংখ্যা কমেছে ৩৯.০৬ শতাংশ।গত বছর সেপ্টেম্বরে যার বিক্রি ছিল ৯৫ হাজার ৮৭০। তা কমে এই সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪১৯।

Read the full story in English