Advertisment

এবার একটা কার্ডেই ভোটার আইডি-পাসপোর্ট-আধার সবকিছু, প্রস্তাব শাহের

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এও জানিয়েছেন ২০২১ সালের জনগণনায় আসবে 'বৈপ্লবিক বদল', আগামী আদমশুমারি হবে   মোবাইল অ্যাপ মারফত।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।

পাসপোর্ট, আধার, ড্রাইভিং লাইসেন্স, নাগরিকের যাবতীয় পরিচয় সংক্রান্ত নথি আলাদা আলাদা না রেখে একটিই কার্ড করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক অনুষ্ঠানে সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন সেরকমটাই।

Advertisment

সংবাদসংস্থা পিটিআইকে কেন্দ্রীয় মন্ত্রী শাহ জানিয়েছেন, "আমরা কেন আধার, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এইসব আলাদা আলাদা পরিচয়পত্রের পরিবর্তে একটিই মাল্টিপার্পাস কার্ড ব্যবহার করতে পারি না। এই জন্যই ডিজিটাল লোকগণনার প্রয়োজন রয়েছে"।

আরো পড়ুন, আধার কার্ডের ছবি বদলাতে লাগবেনা কোনও নথি

"দেশের ১৩০ কোটি মানুষ যেন এই সুবিধের কথা জানতে পারে। আদমশুমারি থেকে পাওয়া তথ্য থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক কার্যকলাপ এবং জনকল্যাণমূলক প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের উন্নতির জন্য জনগণনা থেকে পাওয়া তথ্য খুবই কাজে লাগবে", জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisment