Advertisment

টানা চারদিন বাড়ল জ্বালানির দাম, নয়া রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল

পাঁচ রাজ্যে ভোট মিটতেই টানা চারদিন বাড়ল পেট্রোপণ্যের দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol-Diesel price Hike, Hindusthan Petrolium, Delhi, Kolkata, Mumbai

প্রতীকী ছবি

পাঁচ রাজ্যে ভোট মিটতেই টানা চারদিন বাড়ল পেট্রোপণ্যের দাম। শুক্রবার নয়া রেকর্ড গড়ল পেট্রল-ডিজেলের মূল্য। এদিন দেশের রাজধানী দিল্লিতে জ্বালানি পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৮ পয়সা, ডিজেল ৩১ পয়সা। দিল্লিতে শুক্রবার পেট্রলের দাম বেড়ে হল ৯১.২৭ পয়সা লিটার, ডিজেলের দাম বেড়ে হল ৮১.৭৩ টাকা প্রতি লিটার।

Advertisment

দাম রেকর্ড ছুঁল দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে। সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রলের দাম, লিটার প্রতি ৯৭.৬১ টাকা। ডিজেল লিটার প্রতি ৮৮.৮২ পয়সা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে রাজস্থান ও মধ্যপ্রদেশে পেট্রলের দাম সেঞ্চুরি ছুঁয়েছিল। যা নিয়ে দেশজুড়ে শোরগোল ফেলে দেয়।

এদিন কলকাতায় পেট্রলের দাম হল প্রায় ৯২ টাকা। নাভিশ্বাস বাড়িয়ে ডিজেলের দাম ৮৫ টাকা ছুঁইছুঁই। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিদায়ী অর্থমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোপণ্য়ের উপর থেকে রাজ্য সরকার এক টাকা করে সেস প্রত্যাহার করছে। তবে তাতেও স্বস্তি মেলেনি। অনেকেরই আশঙ্কা ছিল, ভোট মিটলেই আবার দাম বাড়বে জ্বালানির। তাই হল, ফল বেরনোর পর টানা চারদিন বাড়ল জ্বালানির দাম।

এদিনের তালিকাতে দেখা যাচ্ছে. দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাটনা, লখনউ-সহ একাধিক শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। রাজস্থানের শ্রী গঙ্গানগর এবং মধ্যপ্রদেশের অনুপপুরে একশো ছাড়িয়েছে পেট্রলের দাম। ডিজেলের দামও প্রায় সেঞ্চুরির কাছাকাছি।

petrol diesel price business
Advertisment