/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/petrol.jpg)
শনিবার সৌদি আরবের সরকারি তেল সংস্থা আরামকোর একাধিক জায়গায় ড্রোন হামলা হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। গত চার মাসের মধ্যে রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ডিজেলের দাম। খুব শিগগির লিটার প্রতি ৫-৬ টাকা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্য প্রাচ্য থেকে অপরিশোধিত তেল রফতানি কমে যেতে পারে, এরকম আশঙ্কাও করা হয়েছিল। তবে কেন্দ্রীয় তেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে তেল রফতানিতে ঘাটতি হবে না বলে জানানো হয়েছে আরামকোর তরফে।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট বলছে, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ের ও কলকাতার পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি যথাক্রমে ৭৭ টাকা ৭১ পয়সা, ৭৪ টাকা ৭৬ পয়সা এবং ৭৪ টাকা ৮৫ পয়সা। ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ৬৮ টাকা ৬২ পয়সা, ৬৭ টাকা ৮৪ পয়সা এবং ৬৯ টাকা ১৫ পয়সা।
সারা পৃথিবীতে ইরাকের পর সৌদি আরবই সবচেয়ে বেশি পরিমাণ অপরিশোধিত তেল রফতানি করে। ভারতের প্রয়োজনের ৮৩ শতাংশ তেলই আসে সৌদি আরব থেকে। গত অর্থ বর্ষে ভারত সৌদি আরবের কাছ থেকে ৪৩৩ লক্ষ টন তেল আমদানি করেছিল।