Advertisment

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, মহার্ঘ পেট্রল-ডিজেলও

পাঁচ রাজ্যে নির্বাচনের ফল বেরনোর কয়েকদিন পরেই বাড়ল পেট্রোপণ্য়ের দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol and Diesel price Kolkata 15 November 2021

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের ফল বেরনোর কয়েকদিন পরেই বাড়ল জ্বালানির দাম। প্রায় তিন মাস পর বাড়ল পেট্রল-ডিজেলের দাম। সোমবার মধ্যরাত থেকে কার্যকর নতুন দাম। পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়াল ১০৫.৫১ টাকা। অন্য দিকে ডিজেলের দাম লিটার ৮৩ পয়সা বেড়ে হল ৯০.৬২ টাকা।

Advertisment

পেট্রল-ডিজেলের পাশাপাশি মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ৫০ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৯৭৬ টাকা। উল্লেখ্য, গত রবিবার ২০ মার্চ শিল্পক্ষেত্রে ডিজেলের দাম লিটার প্রতি একধাক্কায় ২৫ টাকা বেড়েছে। কিন্তু পেট্রল পাম্পে ডিজেলের দামের পরিবর্তন তখনও হয়নি। এবার পাম্পেও বেশি দাম দিয়ে কিনতে হবে ডিজেল।

প্রসঙ্গত, শেষবার গত বছর ৬ অক্টোবর দাম বেড়েছিল রান্নার গ্যাসের। গত বছর ৪ নভেম্বর থেকে পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে নির্বাচনের ফল ঘোষণার ১১ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বেড়েছে। গত নভেম্বরে যা ছিল ৮২ ডলার প্রতি ব্যারেল। তা এখন ১১৪ ডলার প্রতি ব্যারেল।

আরও পড়ুন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকারও

আন্তর্জাতিক বাজারে এই আকাশছোঁয়া অপরিশোধিত তেলের দাম নিয়ে সিঁদুরে মেঘ দেখছিল ভারত। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হলেই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্র। গত ১০ মার্চ পাঁচ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ঠিক ১১ দিন পরেই দাম বাড়ানোর পথে হাঁটল কেন্দ্র।

Petrol-Diesel price Hike LPG Price Hike
Advertisment