বুধবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পর পর দুদিন দাম বাড়ল জ্বালানির। বুধবার প্রতি লিটারে ৮০ পয়সা দাম বাড়ল জ্বালানির। গতকালই ১৩৭ দিন পর চলতি বছরে প্রথমবার দাম বাড়ে পেট্রল-ডিজেলের। ৫০ টাকা বেড়েছে এলপিজি সিলিন্ডারের। গত ৪ নভেম্বরের পর ২২ মার্চ বাড়ল দাম।
পাঁচ রাজ্যে নির্বাচনের জেরে এতদিন দাম বাড়েনি। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার ১২ দিনের মাথায় ফের দাম বাড়ায় দুর্ভোগ বাড়ল মধ্যবিত্তের। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, ভোটের পরই দাম বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০ মার্কিন ডলার বেড়েছে। এখন সেই কারণে তেল সংস্থাগুলি লোকসান মেটাতে জ্বালানির দাম বাড়িয়েছে।
ক্রিসিল সংস্থার গবেষণা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে যেভাবে অপরিশোধিত তেলের দাম বেড়েছে তাতে জ্বালানির দাম লিটারে ১৫-২০ টাকা না বাড়ালে লোকসান মেটানো যাবে না। প্রসঙ্গত, ভারতের ব্যবহৃত জ্বালানির ৮৫ শতাংশ আমদানীকৃত। এই পরিস্থিতি জ্বালানির দাম বাড়বেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম, মহার্ঘ পেট্রল-ডিজেলও
প্রসঙ্গত, শেষবার গত বছর ৬ অক্টোবর দাম বেড়েছিল রান্নার গ্যাসের। গত বছর ৪ নভেম্বর থেকে পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে নির্বাচনের ফল ঘোষণার ১২ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বেড়েছে। গত নভেম্বরে যা ছিল ৮২ ডলার প্রতি ব্যারেল। তা এখন ১১৪ ডলার প্রতি ব্যারেল। রোজই দাম বাড়ছে।