লকডাউনের মধ্যেই হু হু করে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে টানা আটদিন জ্বালানির দাম বাড়ল দেশে। রবিবার পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৬২ পয়সা করে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৬৪ পয়সা।
গত আট দিনে লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৪ টাকা ৫২ পয়সা এবং ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ৪ টাকা ৬৪ পয়সা। সম্প্রতি এদিনই পেট্রোল ও ডিজেলের দাম সর্বোচ্চ বাড়ল। আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী তেলের দাম বৃদ্ধি হয়ে থাকে। পাশাপাশি রাজ্যভিত্তিক কর এবং ভ্যাটের উপর ভিত্তি করে এক এক রাজ্যে জ্বালানির দামও এক এক রকম হয়।
আরও পড়ুন, ধীর তালে বিকিকিনি খুচরো বিপণীতে, ক্রেতাদের প্রয়োজন মেটানোয় বাড়তি জোর
রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম হয়েছে প্রতি লিটার ৭৭ টাকা ৬৪ পয়সা। রবিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৬২ পয়সা করে। এর ফলে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ৭৫ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৬৪ পয়সা। ফলে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৪ টাকা ০৩ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২ টাকা ৭০ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭২ টাকা ৬৪ পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা ও ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭২ টাকা ১০ পয়সা।
লকডাউন পর্বের পর গত রবিবার তেল সংস্থাগুলি দাম সংশোধন করে। তারপর থেকে এই নিয়ে টানা ৮ দিন ধরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিন তেলের দাম নির্ধারণ শুরু হয়েছে।
আরও পড়ুন, বৈদেশিক মুদ্রা রিজার্ভে প্রথমবার হাফ-ট্রিলিয়নের গণ্ডি পেরোল ভারত
প্রসঙ্গত মার্চের মাঝামাঝি পেট্রোল-ডিজেলের উপর শুল্ক বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়াতে দামের সামঞ্জস্য রাখতে এত দিন জ্বালানির মূল্যবৃদ্ধি স্থগিত রেখেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।
যদিও টানা আটদিন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা তথা বর্ষীয়াণ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন যে অপরিশোধিত তেলের দান বিশ্ববাজারে কমলেও ভারতের বাজারে সেই মূল্য কমানোর বদলে ক্রেতাদের কাছে আরও মহার্ঘ্য করে তোলা হচ্ছে তেলের দাম।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন