/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/hero-cycle-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
লাদাখ ইস্য়ুতে চিনকে একেবারে কোণঠাসা করে দিচ্ছে ভারত। চিনা সংসর্গ ছাড়তে এবার পদক্ষেপ করল হিরো সাইকেল। চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার আসন্ন বাণিজ্য়িক চুক্তি বাতিল করে দিল জনপ্রিয় সাইকেল প্রস্তুতকারক সংস্থা। শুক্রবার হিরো সাইকেলসের চেয়ারম্য়ান তথা ম্য়ানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জল একথা ঘোষণা করেছেন। উল্লেখ্য়, চিনা নির্ভরতা কমানোর বার্তা দিয়েছিল ইউনাইটেড সাাইকেলস পার্টস অ্য়ান্ড ম্য়ানুফেকচার্স অ্য়াসোসিয়েশন (ইউসিপিএমএ)।
এ প্রসঙ্গে হিরো সাইকেলসের চেয়ারম্য়ান তথা ম্য়ানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জল জানিয়েছেন, ''আগামী ৩ মাসে চিনের সঙ্গে আমাদের ৯০০ কোটি টাকার ব্য়বসা করার কথা ছিল। কিন্তু আমরা সব পরিকল্পনা বাতিল করেছি। চিনা পণ্য় বয়কট করতে আমরা অঙ্গীকারবদ্ধ''।
আরও পড়ুন: ২০১৯-২০ অর্থবর্ষের কর সাশ্রয়ী বিনিয়োগের সময়সীমা বাড়াল কেন্দ্র
উল্লেখ্য়, হাই-এন্ড বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানি করত হিরো সাইকেলস। পঙ্কজ মুঞ্জল আরও জানিয়েছেন, চিনা সংস্থার বিকল্প হিসেবে তাঁরা ব্য়বসার জন্য় অন্য় বাজারের খোঁজে রয়েছেন। চিনের বিকল্প হিসেবে জার্মানির বাজার ধরতে মরিয়া মুঞ্জল। তিনি জানিয়েছেন,জার্মানিতে কারখানা গড়ার পরিকল্পনা রয়েছে হিরো সাইকেলের। এর ফলে ইউরোপের বাজারে নিজেদের মেলে ধরতে পারবেন তাঁরা।
মুঞ্জল আরও জানিয়েছেন, গত কয়েক মাসে বিশ্বজুড়ে বাইসাইকেলের চাহিদা বেড়েছে। সেই জোয়ারে হিরো সাইকেলের চাহিদাও বাড়ছে। তাঁর কথায়, লকডাউন পর্বে ছোট সংস্থাগুলো লোকসানের শিকার হয়েছে। সেকারণে হাই-এন্ড বাইসাইকেলের যন্ত্রাংশ যাতে তারা তৈরি করতে পারে, সেজন্য় সাহায্য় করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন