/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/modi-lead.jpg)
ফাইল ছবি
চলতি বছরে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে ভারত। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, "ভারত ২০২০ সালের মধ্যে উত্থান-পতনের মধ্য দিয়ে চলেছে। তবে কোভিড-১৯ আক্রান্ত দেশগুলির মধ্যে ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে দ্রুত হচ্ছে। অর্থনৈতিক সূচকেই দেখা যাচ্ছে সেই উন্নতি।"
এফআইসিসিআইয়ের ৯৩ তম বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, "জীবন বাঁচানোর জন্য অগ্রাধিকারের উপর জোর দেওয়া হয়েছিল। সরকারের নীতিও সেদিকেই ছিল।"মোদী এও বলেন যে এই অতিমারীতে দেশে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগও হয়েছে।
দ্বিতীয় ত্রৈমাসিকে ভারত প্রত্যাশার চেয়েও উন্নত অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যক্ষ করেছে। সুতরাং এরপর উন্নততর প্রত্যাশার ফলস্বরূপ ২০২১-২২ অর্থবছরে একটি ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে ভারত, এমন আশ্বাসও জানান মোদী। অর্থ মন্ত্রকের মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি ত্রৈমাসিকের প্রবৃদ্ধি ২৩ শতাংশ রেকর্ড করায় ভারতীয় অর্থনীতিতে ভি-আকারের পুনরুদ্ধার দেখা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি হ্রাস কম হয়েছে। এপ্রিল-জুন তা ২৩.৯ শতাংশেরও বেশি ছিল। নভেম্বর মাসের মাসিক অর্থনৈতিক পর্যালোচনা বলেএই ভি-আকারের পুনরুদ্ধারটি, ২০২০-২১-এ ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতার প্রতিফলন ঘটায়। আত্মনির্ভর ভারত মিশন অর্থনীতিকে দৃঢ়ভাবে পুনরুদ্ধারের পথে নিয়ে গেছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন