পুজোর মুখে সুখবর! পিএফ-এ সুদের হার বাড়াল কেন্দ্র

প্রাক নির্বাচন পর্বে ফেব্রুয়ারি মাসে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ এমপ্লয়ি'জ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছিল। তার আগের অর্থবর্ষে সুদের হার বিগত পাঁচ বছরে সর্বনিম্নে (৮.৫৫ শতাংশ) নেমে গিয়েছিল।

প্রাক নির্বাচন পর্বে ফেব্রুয়ারি মাসে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ এমপ্লয়ি'জ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছিল। তার আগের অর্থবর্ষে সুদের হার বিগত পাঁচ বছরে সর্বনিম্নে (৮.৫৫ শতাংশ) নেমে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৮-১৯ অর্থবর্ষে ইপিএফ-এ জমা রাখা টাকার পরিমাণের ওপর ৮.৬৫ শতাংশ সুদ পাবে সমস্ত গ্রাহক। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোর নিজেই মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই।

Advertisment

এক অনুষ্ঠানে এসে গাঙ্গোর বলেন, "উৎসবের মরশুমেই সারা দেশের ৬ কোটি ইপিএফও উপভোক্তারা গত অর্থবর্ষে জমা রাখা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা টাকার ওপর ৮.৬৫ শতাংশ সুদ পাবেন।

প্রাক নির্বাচন পর্বে ফেব্রুয়ারি মাসে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ এমপ্লয়ি'জ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছিল। তার আগের অর্থবর্ষে সুদের হার বিগত পাঁচ বছরে সর্বনিম্নে (৮.৫৫ শতাংশ) নেমে গিয়েছিল।

Advertisment

আরও পড়ুন, প্রভিডেন্ট ফান্ডে দেড় লক্ষ টাকা রাখলে কত ফেরত পেতে পারেন আপনি?

পরিবর্তিত হারে সুদ দিতে সরকারের খরচ হবে ১৫১ কোটি ৬৭ লক্ষ টাকা।প্রতি বছর সিবিটি-র পরামর্শ মেনে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার পরিবর্তন করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সম্প্রতি একের পর এক রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার কমে যাওয়ার খবরে সাধারণ মানুষের কপালের ভাঁজ বাড়ছিল ক্রমশই। ইপিএফও-র সুদের হার বাড়ায় আশঙ্কা অনেকটাই কমল।

Provident Fund