প্রভিডেন্ট ফান্ডে দেড় লক্ষ টাকা রাখলে কত ফেরত পেতে পারেন আপনি?

বর্তমানে ন্যূনতম ১৫ বছর টাকা রাখলে পিপিএফ ম্যাচিওর করে। ১৫ বছর পর আবেদন জানালে ৫ বছর করে মেয়াদ বাড়ানো হয়।

বর্তমানে ন্যূনতম ১৫ বছর টাকা রাখলে পিপিএফ ম্যাচিওর করে। ১৫ বছর পর আবেদন জানালে ৫ বছর করে মেয়াদ বাড়ানো হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Public Provident Fund (PPF) investment:

ভয়ংকর আর্থিক সংকটে দেশ। চাকরির বাজার অনিশ্চিত। তার ওপর স্থায়ী আমানতে ঘন ঘন সুদের হার কমিয়ে আনছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সব দিক ভেবে চিন্তে এগোলে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অংশ হওয়ায় রিটার্ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই। তবে হ্যাঁ, ইকুয়িটি অথবা মিউচুয়াল ফান্ডে রিটার্ন অনেক বেশি পাওয়ার সম্ভাবনা যেমন থাকে, ঝুঁকি থাকে অনেক বেশি।

Advertisment

গত অর্থ বর্ষে পিপিএফ এ সুদের হার ঘোরা ফেরা করেছে ৭.৫ থেকে ৯ শতাংশের মধ্যে। এই মুহূর্তে পিপিএফ-এ সুদের হার ৭.৯ শতাংশ। এক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যায় পিপিএফ-এ। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে টাকা গচ্ছিত রাখা হয়, এবং তা থেকে যে পরিমাণ সুদ পাওয়া যায়, তার ওপর আয়কর ধার্য হয় না।

বর্তমানে ন্যূনতম ১৫ বছর টাকা রাখলে পিপিএফ ম্যাচিওর করে। ১৫ বছর পর আবেদন জানালে ৫ বছর করে মেয়াদ বাড়ানো হয়।

Advertisment

বার্ষিক দেড় লক্ষ টাকা করে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে রাখলে ৭.৯ শতাংশ সুদের হারে ১৫ বছরে কত টাকা পাবেন জেনে নিন

বছরওপেনিং ব্যালেন্সজমা রাখা টাকা সুদের পরিমাণক্লোজিং ব্যালেন্স
১৫০০০০১১৮৫০১৬১৮৫০
১৬১৮৫০১৫০০০০২৪৬৩৬৩৩৬৪৮৬
৩৩৬৪৮৬১৫০০০০৩৪৪৩২৫২০৯১৮
৫২০৯১৮১৫০০০০৫৩০০৩৭২৩৯২১
৭২৩৯২১১৫০০০০৬৯০৪০৯৪২৯৬১
৯৪২৯৬১১৫০০০০৮৬৩৪৪১১৭৯৩০৫
১১৭৯৩০৫১৫০০০০১০৫০১৫১৪৩৪৩২০
১৪৩৪৩২০১৫০০০০১২৫১৬১১৭০৯৪৮১
১৭০৯৪৮১১৫০০০০১৪৬৮৯৮২০০৬৩৭৯
১০২০০৬৩৭৯১৫০০০০১৭০৩৫৪২৩২৬৭২৯
১১২৩২৬৭৩৯১৫০০০০১৯৫৬৬২২৬৭২৩৯১
১২২৬৭২৩৯১১৫০০০০২২২৯৬৯৩০৪৫৩৬০
১৩৩০৪৫৩৬০১৫০০০০২৫২৪৩৩৩৪৪৭৭৯৩
১৪৩৪৪৭৭৯৩১৫০০০০২৮৪২২৫৩৮৮২০১৮
১৫৩৮৮২০১৮১৫০০০০৩১৮৫২৯৪৩৫০৫৪৭
Provident Fund