Advertisment

প্রভিডেন্ট ফান্ডে দেড় লক্ষ টাকা রাখলে কত ফেরত পেতে পারেন আপনি?

বর্তমানে ন্যূনতম ১৫ বছর টাকা রাখলে পিপিএফ ম্যাচিওর করে। ১৫ বছর পর আবেদন জানালে ৫ বছর করে মেয়াদ বাড়ানো হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Public Provident Fund (PPF) investment:

Advertisment

ভয়ংকর আর্থিক সংকটে দেশ। চাকরির বাজার অনিশ্চিত। তার ওপর স্থায়ী আমানতে ঘন ঘন সুদের হার কমিয়ে আনছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সব দিক ভেবে চিন্তে এগোলে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অংশ হওয়ায় রিটার্ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই। তবে হ্যাঁ, ইকুয়িটি অথবা মিউচুয়াল ফান্ডে রিটার্ন অনেক বেশি পাওয়ার সম্ভাবনা যেমন থাকে, ঝুঁকি থাকে অনেক বেশি।

গত অর্থ বর্ষে পিপিএফ এ সুদের হার ঘোরা ফেরা করেছে ৭.৫ থেকে ৯ শতাংশের মধ্যে। এই মুহূর্তে পিপিএফ-এ সুদের হার ৭.৯ শতাংশ। এক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যায় পিপিএফ-এ। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে টাকা গচ্ছিত রাখা হয়, এবং তা থেকে যে পরিমাণ সুদ পাওয়া যায়, তার ওপর আয়কর ধার্য হয় না।

বর্তমানে ন্যূনতম ১৫ বছর টাকা রাখলে পিপিএফ ম্যাচিওর করে। ১৫ বছর পর আবেদন জানালে ৫ বছর করে মেয়াদ বাড়ানো হয়।

বার্ষিক দেড় লক্ষ টাকা করে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে রাখলে ৭.৯ শতাংশ সুদের হারে ১৫ বছরে কত টাকা পাবেন জেনে নিন

বছর ওপেনিং ব্যালেন্স জমা রাখা টাকা  সুদের পরিমাণ ক্লোজিং ব্যালেন্স
১৫০০০০ ১১৮৫০ ১৬১৮৫০
১৬১৮৫০ ১৫০০০০ ২৪৬৩৬ ৩৩৬৪৮৬
৩৩৬৪৮৬ ১৫০০০০ ৩৪৪৩২ ৫২০৯১৮
৫২০৯১৮ ১৫০০০০ ৫৩০০৩ ৭২৩৯২১
৭২৩৯২১ ১৫০০০০ ৬৯০৪০ ৯৪২৯৬১
৯৪২৯৬১ ১৫০০০০ ৮৬৩৪৪ ১১৭৯৩০৫
১১৭৯৩০৫ ১৫০০০০ ১০৫০১৫ ১৪৩৪৩২০
১৪৩৪৩২০ ১৫০০০০ ১২৫১৬১ ১৭০৯৪৮১
১৭০৯৪৮১ ১৫০০০০ ১৪৬৮৯৮ ২০০৬৩৭৯
১০ ২০০৬৩৭৯ ১৫০০০০ ১৭০৩৫৪ ২৩২৬৭২৯
১১ ২৩২৬৭৩৯ ১৫০০০০ ১৯৫৬৬২ ২৬৭২৩৯১
১২ ২৬৭২৩৯১ ১৫০০০০ ২২২৯৬৯ ৩০৪৫৩৬০
১৩ ৩০৪৫৩৬০ ১৫০০০০ ২৫২৪৩৩ ৩৪৪৭৭৯৩
১৪ ৩৪৪৭৭৯৩ ১৫০০০০ ২৮৪২২৫ ৩৮৮২০১৮
১৫ ৩৮৮২০১৮ ১৫০০০০ ৩১৮৫২৯ ৪৩৫০৫৪৭
Provident Fund
Advertisment