অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে, ভারতের বাজেট জনগণের আশা-আকাঙ্খা পূরণে সচেষ্ট হবে এবং বিশ্বের জন্য আশার আলো হয়ে থাকবে’: মোদী
রেল খাতের জন্য বাজেটে বরাদ্দ ২.৪০ লক্ষ কোটি, নতুন প্রকল্পের জন্য ৭৫ হাজার কোটি টাকা ঘোষণা সীতারমণের। আজ সংসদে সাধারণ বাজেটে পেশের সময় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৪ লক্ষ কোটি টাকা। একই সঙ্গে রেলওয়েতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর কথাও জানিয়েছে অর্থমন্ত্রী।
Advertisment
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে রেলের ক্ষেত্রে ১০০টি নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। সেগুলি সম্পুর্ণ করার কাজ চলবে। ২০১৩-২০১৪ সালের তুলনায় রেলের জন্য বাজেটে বরাদ্দের পরিমাণ বেড়েছে নয় গুণ বেশি। এর পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রেলের নতুন প্রকল্পের জন্য ৭৫ হাজার কোটি টাকারও ঘোষণা করেছেন আজকের এই বাজেটে। এর আগে, লোকসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসব চলাকালীন সময়ের এটিই প্রথম বাজেট। উল্লেখ্য ২০২২-২৩ সালে রেলের জন্য বরাদ্দ করা হয়েছিল ১.৪০ লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি আজকের বাজেটে চাকরিজীবীদের জন্য সুখবর, মহিলা ও প্রবীণ নাগরিকদের নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ভারতীয় অর্থনীতি বিশ্বঅর্থনীতির মন্দার মাঝে এক উজ্জ্বল নক্ষত্র। এর পাশাপাশি ব্যক্তিগত কর নিয়ে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী । ৭ লাখ আয় পর্যন্ত কোন কর আরোপ করা হবে না বলেই জানান নির্মলা সীতারমণ। এর পাশাপাশি অর্থমন্ত্রী বলেন, প্যান এখন জাতীয় পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে। বাজেটে বৈদ্যুতিক গাড়ি, অটোমোবাইল, খেলনা এবং দেশীয় মোবাইলের দাম কমানো হয়েছে। দাম বাড়ছে চিমনি, কিছু বিদেশি মোবাইল ফোন এবং ক্যামেরার লেন্স, সিগারেট সোনা, রূপা, প্লাটিনাম। অর্থমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের তুলনায় ২০২২-এ মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১.৯৭ লক্ষ টাকা।
Advertisment
এই ৯ বছরে ভারতীয় অর্থনীতি দমশ থেকে পঞ্চম স্থানে উন্নীত হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন তরুণ উদ্যোক্তাদের কৃষি-স্টার্টআপকে উত্সাহিত করার জন্য একটি কৃষি তহবিল তৈরি করা হবে। একই সঙ্গে পর্যটনকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। বাজেটে ঘোষণা করা হয়েছে ৩ লক্ষ টাকা পর্যন্ত নয়া করকাঠামোয় কোনও কর দিতে হবে না। ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত আয়ে ১০ শতাংশ এবং ৯ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। বাজেটে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা জমা রাখার ঊর্ধ্বসীমা বাড়ল। ৪.৫ লক্ষ থেকে বেড়ে হল ৯ লক্ষ টাকা। অর্থমন্ত্রী ঘোষণা করেন, মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে।
মহিলারা ২ বছরে ২ লক্ষ টাকা রাখলে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। MSME ঋণ আরও সহজলভ্য করতে জোর। আরও ৯ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে বাজেটে। আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া এবং কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে উল্লেখ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ‘সব সরকারি জায়গায় ডিজিটাল সিস্টেমের পরিচয়পত্র হবে প্যানকার্ড’ঘোষণা সীতারমণের। এর পাশাপাশি ডিজিটাল অর্থনীতির উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।