এক বছরে টানা চারবার রেপোরেট কমাল আরবিআই। চতুর্থবার রেপোরেট কমানো হল বুধবার সকালে। ৫.৭৫% থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫.৪০% করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিভার্স রেপো রেটও কমিয়ে ৫.১৫% করা হয়েছে। এই হার গত ৯ বছরে সর্বনিম্ন।
দেশের অর্থনৈতিক মন্দা চলার জন্য মোদী সরকারকে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে একাধিকবার পড়তে হয়েছে সাম্প্রতিক অতীতে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, দেশের অর্থনীতির হাল ফেরাতেই ২০১৯ সালে এই নিয়ে টানা চার বার রেপো রেট কমানোর পথে হাঁটলেন গভর্নর শক্তিকান্ত দাস।
আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক
দেশের সমস্ত ব্যাঙ্ক আরবিআই-এর কাছ থেকে টাকা ধার নিলে যে হারে শোধ দিতে হয়, তাকে বলে রেপো রেট। আবার অর্থনীতির লিকুইডিটি বা নগদের পরিমাণ কমাতে বাকি ব্যাঙ্কের কাছ থেকে যে হারে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকে বলে রিভার্স রেপো রেট।
রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমায় গৃহঋণে সুদের হার আরও সস্তা হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।