Advertisment

গৃহঋণ কমার আভাস, রেপোরেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

দেশের অর্থনৈতিক মন্দা চলার জন্য মোদী সরকারকে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে একাধিকবার পড়তে হয়েছে সাম্প্রতিক অতীতে।

author-image
IE Bangla Web Desk
New Update
rbi monetary policy, rbi monetary policy august 2019, rbi monetary policy 2019, rbi monetary policy announcement, rbi monetary policy live, rbi monetary policy today, rbi monetary policy repo rate, rbi repo rate, rbi repo rate today, rbi monetary policy august 2019 today, rbi monetary policy news

এক বছরে টানা চারবার রেপোরেট কমাল আরবিআই। চতুর্থবার রেপোরেট কমানো হল বুধবার সকালে। ৫.৭৫% থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫.৪০% করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিভার্স রেপো রেটও কমিয়ে ৫.১৫% করা হয়েছে। এই হার গত ৯ বছরে সর্বনিম্ন।

Advertisment

দেশের অর্থনৈতিক মন্দা চলার জন্য মোদী সরকারকে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে একাধিকবার পড়তে হয়েছে সাম্প্রতিক অতীতে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, দেশের অর্থনীতির হাল ফেরাতেই ২০১৯ সালে এই নিয়ে টানা চার বার রেপো রেট কমানোর পথে হাঁটলেন গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

দেশের সমস্ত ব্যাঙ্ক আরবিআই-এর কাছ থেকে টাকা ধার নিলে যে হারে শোধ দিতে হয়, তাকে বলে রেপো রেট। আবার অর্থনীতির লিকুইডিটি বা নগদের পরিমাণ কমাতে বাকি ব্যাঙ্কের কাছ থেকে যে হারে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকে বলে রিভার্স রেপো রেট।

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমায় গৃহঋণে সুদের হার আরও সস্তা হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

RBI
Advertisment