Advertisment

২০০০ এর নোট: সিদ্ধান্ত বদল আরবিআইয়ের, কী জানাল?

অবিলম্বে ব্যাংকগুলোকে ২,০০০ টাকার নোট ইস্যু বন্ধ করতে বলেছে রিজার্ভ ব্যাংক।

author-image
IE Bangla Web Desk
New Update
Reserve Bank, Paytm

Reserve Bank: রিজার্ভ ব্যাংক (ফাইল ছবি)

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) আজ শনিবার ৩০ নভেম্বর জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, ২,০০০ টাকার নোট বদলের শেষ তারিখ ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আরবিআই ১৯ মে প্রচলিত সর্বোচ্চ মূল্যের মুদ্রা ২,০০০ টাকা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল। এই ব্যাপারে আরবিআই জানিয়েছিল যে, নোটগুলোর মূল্য অব্যাহত থাকবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাংকে জমা বা বিনিময় করা যেতে পারে।

Advertisment

তবে, 'একবারে সর্বোচ্চ ২০,০০০ টাকা' পর্যন্ত জমা দেওয়া যাবে। এবার আরবিআইয়ের তরফে নতুন বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়কাল শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে একটি পর্যালোচনার ভিত্তিতে ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত ২,০০০ টাকার ব্যাংকনোট জমা অথবা বিনিময়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরবিআই বলেছে, 'ব্যাংকগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৯ মে থেকে এখনও পর্যন্ত প্রচলিত মোট ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২,০০০-এর নোটের মধ্যে ৩.৪২ লক্ষ কোটি টাকা ফেরত মিলেছে। এখনও বাজারে ০.১৪ লক্ষ কোটি টাকা ঘুরছে। তার মধ্যে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর ছিল ব্যবসা বন্ধ। সেসব কারণেই ২,০০০ টাকা জমা দেওয়া বা বদলানোর সময়সীমা বাড়ানো হল।'

publive-image

এই ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে আরবিআইয়ের ইস্যু করা ১৯টি অফিসে একবারে ২০,০০০ টাকার সীমা পর্যন্ত ২,০০০ টাকার নোট পরিবর্তন অব্যাহত থাকবে। ২,০০০ টাকার ব্যাংকনোট আইনি দরপত্র হিসাবে বর্ধিত সময়সীমা অবধি চালু থাকবে। সেকথা মনে রেখে, কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকার নোট জমা দেওয়া অথবা যে কোনও ব্যাংকের শাখায় অন্যান্য মূল্যের নোটের বদলে ২,০০০ টাকার নোট বিনিময় করার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন- ৮৫-তেও অনন্যা, ‘ফালকে’ বিজেতা! ওয়াহিদা রহমানের সাফল্যের শুরুটা কিন্তু বলিউডে হয়নি

এর পাশাপাশি, রিজার্ভ ব্যাংক ব্যাংকগুলোকে অবিলম্বে ২,০০০ টাকার নোট গ্রাহকদেরকে দেওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছে। এই ২,০০০ টাকার নোটগুলো ২০১৬ সালের নভেম্বরে নোট বাতিলের সময় চালু হয়েছিল। সেই সময় পুরোনো ৫০০ টাকা এবং ১,০০০ টাকার নোট বাতিল করেছিল রিজার্ভ ব্যাংক।

business 500 Notes Reserve Bank of India
Advertisment