এক মাস পর ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করে জানান, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। নয়া রেপোরেট বেড়ে দাঁড়াল ৪.৯০ শতাংশ। এর ফলে ব্যাঙ্ক ঋণে সুদের হার আরও বাড়ার আশঙ্ক। বাড়বে সুদের হার, ইএমআই। মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের উপর ঋণের বোঝা বাড়তে চলেছে।
এক মাসে ৪ দিন আগেই ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি কমাতে এবং আন্তর্জাতিক বাজারে যুদ্ধের আবহে যে আর্থিক প্রভাব পড়েছিল তাকে সামাল দিতে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় আরবিআই। গত মাসেও শক্তিকান্ত দাস একটি টিভি চ্যানেলকে জানান, কেন্দ্রীয় ব্যাঙ্ক পলিসি ইন্টারেস্ট রেট বাড়াতে থাকবে মুদ্রাস্ফীতি কমানোর জন্য।
এদিন সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, অতিমারি এবং যুদ্ধ পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের আর্থিক বৃদ্ধিতে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা মাথায় রেখেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন মোদি সরকারের আট বছর পূর্তির পরই সুসংবাদ, বাড়ল দেশের জিডিপি
মূলত, রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ালে ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার বাড়াতে বাধ্য হয়। আরবিআই এদিন রেপো রেট বাড়ানোয় ব্যাঙ্ক ঋণ আরও মহার্ঘ হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। একেই মূল্যবৃদ্ধির আঁচ পুড়ছে সাধারণ মধ্যবিত্ত। এরপর যদি ব্যাঙ্ক ঋণে সুদের হার বাড়ে তা হবে মড়ার উপর খাঁড়ার ঘা!