ছুটির মরসুম এখনও কাটেনি। অক্টোবরের পর নভেম্বরেও বিভিন্ন কারণে ভারতজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি আট দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পাঁচটি রবিবার এবং দুটি শনিবার।
তবে রাজ্যের ভিত্তিতে ছুটির তালিকায় বদল আসবে। পৃথক পৃথক রাজ্যে ছুটির তালিকা এক একরকম হবে বলেই জানান হয়েছে। ১৪ নভেম্বর থেকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ কালীপুজো, দীপাবলী, ভাইফোঁটা রয়েছে। এরপর টানা ৩০ নভেম্বর পর্যন্তই পরপর ছুটি রয়েছে যার জেরে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতে এই আট দিন কোনও কার্যকলাপ চলবে না। এই ছুটির মধ্যে অবশ্য দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার নিয়ম মত ছুটির দিনে সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে।
এক এক রাজ্যের জন্য ছুটির তালিকা আলাদা হবে। যেমন- আমেদাবাদ, কানপুর, লখনৌ, মুম্বাই, নাগপুরে ১ নভেম্বর বন্ধ থাকবে চিত্রগুপ্ত জয়ন্তী / বিক্রম সম্বত দিবসের জন্য। ছট পুজোর জন্য বিহারে ২০ ও ২১ তারিখ ব্যঙ্ক বন্ধ থাকবে। কোনও সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য গ্রাহকদের তাঁদের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে বলা হচ্ছে।
উল্লেখ্য, আরবিআই যে ছুটির তালিকা দিয়েছে ব্যাঙ্কগুলির সেখানে দেখা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসেই সবচেয়ে বেশি ছুটি উপভোগ করতে পারবেন কর্মচারীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন